প্রতিবেদন : লোকসভা ভোটের মুখে উদ্ধার হওয়া হিসাববহির্ভূত টাকার অঙ্কে দেশের শীর্ষে বিজেপি শাসিত ২ রাজ্য রাজস্থান এবং গুজরাত। প্রথম স্থানে রয়েছে গেরুয়া রাজস্থান। উদ্ধারের অঙ্ক ৭৭৮ কোটি টাকা। আর দ্বিতীয়স্থানে থাকা গুজরাটে উদ্ধার হয়েছে সবমিলিয়ে ৬০৫ কোটি টাকা। মহারাষ্ট্রে উদ্ধার হয়েছে ৪৩১ কোটি টাকা। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যেই মিলেছে এই পরিসংখ্যান। বিজেপি শাসিত রাজ্যগুলো এই তালিকায় প্রথম দিকে থাকলেও উল্লেখযোগ্যভাবে তালিকায় বাংলার স্থান কিন্তু একেবারে নিচের দিকে।
আরও পড়ুন-নীলগিরিতে চপারে তল্লাশি কমিশনের
উদ্ধার হওয়া টাকার অঙ্কও তুলনামূলকভাবে খুবই কম। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ৭৫ বছরের নির্বাচনের ইতিহাসে এবারেই সবচেয়ে বেশি হিসাববহির্ভূত টাকা উদ্ধার হয়েছে। অঙ্কটা সবমিলিয়ে ৪৬৫০ কোটি টাকা। ১ মার্চ থেকে এখনও পর্যন্ত প্রতিদিন গড়ে উদ্ধার হয়েছে ১০০ কোটি টাকা। এর মধ্যে যেমন রয়েছে নগদ টাকা, তেমনি রয়েছে মদ, মাদক দ্রব্য, মূল্যবান ধাতু এবং বিভিন্ন উপহার-সামগ্রী। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে এই অঙ্কটা ছিল ৩৪৭৫ কোটি টাকা। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে নগদ টাকা এবং অন্যান্য সামগ্রী। অবাক কাণ্ড, কালো টাকা, হিসাববহির্ভূত টাকা এবং সম্পত্তি নিয়ে যখন কথায় কথায় গলা ফাটায় গেরুয়া নেতৃত্ব, ঠিক তখনই বিজেপি-শাসিত রাজ্যগুলোতেই হিসাববহির্ভূত টাকার পাহাড়। খোদ মোদি-রাজ্যেই লোকসভা নির্বাচনের মুখে উদ্ধার হল ৬০৫ কোটি টাকা। তা হলে এতদিন কী করছিল সে রাজ্যের প্রশাসন? কী বলবেন গেরুয়া নেতারা?