ফিকে হল গেরুয়া ঝড়, বদ্রীনাথে পরাজিত বিজেপি

অন্যদিকে পশ্চিমবঙ্গে চারটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। তাই বিজেপিকে শূন্য নিয়েই এবারের মত সন্তুষ্ট থাকতে হবে।

Must read

উত্তরাখণ্ডে (Uttarakhand) খুশির হাওয়া কংগ্রেস শিবিরে। এবারের উপনির্বাচনে ভাল ফল করল কংগ্রেস (Congress)। এভাবে জেতা আসন হাতছাড়া হওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা গেরুয়া শিবিরের। শনিবার উপনির্বাচনের ফলাফলে স্পষ্ট বদ্রীনাথ আসনে উপনির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী লাখপত সিং বুতোলা। অন্যদিকে মাঙ্গলাউর বিধানসভা আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী কাজি নিজামুদ্দিন। লাখপত সিং বুতোলা এবার প্রথমবার কংগ্রেসের হয়ে লড়াইতে নেমেছিলেন। প্রথমেই তিনি বিজেপির রাজেন্দ্র সিং ভান্ডারিকে ৫,০৯৫ ভোটে পরাজিত করেছেন। রাজেন্দ্র সিং ভান্ডারি তিনবারের বিধায়ক এবং রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী। তিনি এবার পরাজিত হলেন। তিনি পেয়েছেন ২২,৬০১ ভোট। মাঙ্গলাউর আসনে জয়ী হয়েছেন তিনবারের কংগ্রেস বিধায়ক তথা কংগ্রেস নেতা নিজামুদ্দিন। ৪২২ ভোটে জয়ী হয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রার্থী ছিলেন বিজেপির কর্তার সিং ভাদানা। নিজামুদ্দিন পেয়েছেন ৩১,৭২৭ ভোট। ভাদানা পেয়েছেন ৩১,৩০৫টি ভোট।

আরও পড়ুন-নেপালি কবি ভানুভক্তের জন্মদিনে শ্রদ্ধা বাংলার মুখ্যমন্ত্রীর

গাড়োয়াল লোকসভা আসনের এই বদ্রীনাথ আসনটি গেল কংগ্রেসের দখলে। উল্লেখ্য, কংগ্রেস প্রথমবার বুতোলাকে টিকিট দিয়েছিল। ৯ বছর ধরে তিনি কংগ্রেসের মুখপাত্র ছিলেন। কংগ্রেসের গাড়োয়াল মণ্ডল মিডিয়া ইনচার্জ ছিলেন তিনি।

আরও পড়ুন-ফের ভোগান্তি যাত্রীদের, হাওড়া ডিভিশনে বাতিল হাফ ডজন লোকাল

অন্যদিকে পশ্চিমবঙ্গে চারটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। তাই বিজেপিকে শূন্য নিয়েই এবারের মত সন্তুষ্ট থাকতে হবে। এই পরাজয় নিশ্চিতভাবেই বিজেপির কাছে বড় সেটব্যাক। রানাঘাট, বাগদা এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি সাংসদ পেয়েছিল বটে তবে কাজ করেনি। যেখানে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন ছিল অব্যাহত। উপনির্বাচনের আগে শান্তনু ঠাকুরের ‘‌সিএএ ক্যাম্প’‌ সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। এর ফলে সর্বত্র প্রকট হয়েছে সাংগঠনিক দুর্বলতা এবং ফলাফলের পর সেটা কার্যত স্বীকার করেই নিয়েছেন বিজেপির রাজ্য মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

Latest article