প্রতিবেদন : বাংলার রাজনীতিতে ফের রাজনৈতিক প্রতিহিংসার নিদর্শন রাখল বিজেপি। বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারের অস্বাভাবিক মৃত্যু মামলায় সোমবার তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করল সিবিআই। বুধবার নিজাম প্যালেসে তাঁকে সশরীরে হাজির হতে বলা হয়েছে। এই খবর সামনে আসতেই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-বিরিয়ানির দোকানে গুলি
বিজেপিকে তীব্র আক্রমণ করে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, কেউ যদি কোনও মামলায় সিবিআই চেয়ে ধরনায় বসে আর তাতে যদি সিবিআই পদক্ষেপ করে তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে কোনও মৃত্যুই দুঃখজনক। কিন্তু অভিজিৎ সরকারের অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই। কুণাল ঘোষ আরও বলেন, সিবিআই বলুক কেউ ধরনায় বসলেই তারা পদক্ষেপ করবে, তাহলে এবার আমিও শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতার করা হচ্ছে না বা তাঁকে কেন তলব করা হচ্ছে না, এই দাবিতে ধরনায় বসব। কেন না বিজেপি নেতারা কিংবা অন্য যে কেউ যদি কাউকে অভিযুক্ত বললেই সিবিআই পদক্ষেপ নেয়, তাহলে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কেন নীরব ভূমিকা পালন করছে সিবিআই? এই প্রশ্নও তোলেন কুণাল। সেই সঙ্গে তিনি জোরের সঙ্গেই দাবি করেন, অভিজিৎ সরকারের মৃত্যুর সঙ্গে বিধায়ক পরেশ পালের কোনও সম্পর্কই নেই