কর্পোরেট ডোনেশনে শীর্ষে বিজেপি নেপথ্যে কেন্দ্রীয় এজেন্সির ভয়? এক বছরে গেরুয়া শিবিরে ২০৬৪ কোটি টাকা

প্রতিবেদন : ভয় দেখিয়ে জোর করে অনুদান আদায়? এমনই গুরুতর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কারণ তথ্য বলছে, বাণিজ্যিক সংস্থাগুলির কাছ থেকে পাওয়া অনুদান বা কর্পোরেট ডোনেশনের অঙ্কে দেশের শীর্ষে বিজেপি। কর্পোরেট সংস্থাগুলির দেওয়া ৩৭৭৫টি অনুদানের মধ্যে ৩৪৭৮টি অনুদানই গেছে বিজেপির ঘরে৷ এক-একটি বন্ডের মূল্য ২০,০০০ টাকারও বেশি। মোট আর্থিক মূল্য ২০৬৪ কোটি টাকা৷ এই বিপুল পরিমাণ টাকা বিজেপি ঘরে তুলেছে ২০২৩-২৪ অর্থবর্ষে৷ এক বছরে বিজেপির অনুদান বেড়েছে ২১১ শতাংশ। বেশিটাই এসেছে রাজধানী দিল্লি এবং বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে। সিবিআই, ইডি, আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে দেশের নামীদামি শিল্পগোষ্ঠীর থেকে মোটা অঙ্কের টাকা তুলছে বিজেপি, বিরোধী শিবিরের তরফে এর আগেও বহুবার অভিযোগ তোলা হয়েছে৷ গেরুয়া শিবির সেই অভিযোগ অস্বীকার করেছে জোর গলায়৷ তাদের দাবি, দেশের বিভিন্ন কর্পোরেট সংস্থা ভালবেসেই তাদের দান করছে৷ কিন্তু এই সাফাইয়ের বিশ্বাসযোগ্যতা যে শূন্য তা স্পষ্ট তথ্য এবং পরিসংখ্যানেই।

আরও পড়ুন-মনরেগা নিয়ে সমীক্ষার প্রস্তাব সংসদীয় কমিটির

বিজেপির এই অবস্থান ঘিরে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে নির্বাচনী সমীক্ষক সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ বা এডিআর-এর তরফে প্রকাশিত একটি রিপোর্টে৷ সদ্য প্রকাশিত এই রিপোর্টে দাবি জানানো হয়েছে, কংগ্রেস, সিপিএম, বিজেপি, আম আদমি পার্টি, এবং ন্যাশনাল পিপলস পার্টির মতো জাতীয় রাজনৈতিক দলগুলিকে সারা দেশের বিভিন্ন কর্পোরেট সংস্থার তরফে ৩৭৭৫টি অনুদান দেওয়া হয়েছে, যার এক-একটির মূল্য ২০,০০০ টাকার বেশি৷ এর মধ্যে ৩৪৭৮টি অনুদানই গিয়েছে বিজেপির অনুকূলে৷ এর মোট আর্থিক মূল্য ২০৬৪ কোটি টাকা৷ এই তথ্য সামনে আসার পরেই ফের মাথা চাড়া দিয়ে উঠেছে কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে দেশের নামীদামি কর্পোরেট সংস্থাগুলির থেকে মোটা টাকা তোলার অভিযোগ৷

আরও পড়ুন-সুটকেসে প্রেমিকা, হস্টেলে ঢোকার মুখে ধৃত ছাত্র

উল্লেখ্য, এডিআর-এর তরফে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে ২০,০০০-র বেশি টাকার অনুদানের হিসেবে ২০২৩-২৪ অর্থবর্ষে বিজেপির মোট আয় হয়েছে ২২৪৩ কোটি টাকা৷ এর অনেক পিছনে আছে কংগ্রেস, তাদের মোট আয় ২৮১ কোটি টাকা৷ আম আদমি পার্টির ১১ কোটি টাকা এবং সিপিএমের ৭ কোটি টাকা আয় হয়েছে বলে দাবি করা হয়েছে এডিআর রিপোর্টে৷ এই হিসেবে এক বছরে বিজেপির অনুদান বেড়েছে ২১১ শতাংশ৷ অনুদান খাতে আম আদমি পার্টির আয় কমেছে ৭০ শতাংশ৷
তাত্পর্যপূর্ণ হল, কংগ্রেস, বিজেপি, আম আদমি পার্টি সব থেকে বেশি অনুদান পেয়েছে রাজধানী দিল্লি থেকে৷ এডিআর-এর তরফে প্রকাশিত রিপোর্টে দাবি জানানো হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষে দিল্লি থেকেই জাতীয় পার্টিগুলির ঘরে পৌঁছেছে মোট ৯৮৯ কোটি টাকার অনুদান৷ গুজরাত থেকে ২০,০০০ টাকার বেশি অঙ্কের অনুদান খাতে রাজনৈতিক দলগুলি পেয়েছে ৪০৪ কোটি টাকা৷ পশ্চিমবঙ্গ থেকে বিজেপি পেয়েছে ৬১ কোটি টাকা অনুদান, কংগ্রেস পেয়েছে ২২ কোটি টাকা৷

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

38 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

47 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago