বঙ্গ

বিজেপি চাইছে ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ

প্রতিবেদন : বাংলাভাষী (Bengali Language) ও বাঙালিদের উপর কেন্দ্রীয় সরকার ও বিজেপির রাজ্যগুলি পরিকল্পিত চক্রান্ত চালাচ্ছে। এবার বাংলাকে বাংলাদেশি ভাষা বলে দেগে দিয়ে বিদ্বেষকে চূড়ান্ত সীমায় নিয়ে গেল অমিত শাহর দিল্লি পুলিশ। তারই প্রতিবাদে রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে গর্জে উঠলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে পাশে নিয়ে তিনি বলেন, বাংলা ভুলিয়ে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার একটা গভীর চক্রান্ত চলছে দেশে। বিজেপি চায় ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষাকে অপমানের পাল্টা দিয়ে ব্রাত্যর প্রশ্ন, পাকিস্তানের ভাষা তো হিন্দি। সেই ভাষায় তো দিল্লির মানুষও কথা বলেন! তাহলে কি দিল্লির নেতাদের পাকিস্তানি বলে দাগিয়ে দেব?

তাঁর কথায়, বিশ্বের ২৫ কোটিরও বেশি মানুষ বাংলা (Bengali Language) ভাষায় কথা বলেন। আমাদের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে এই ভাষায়। এই ভাষায় লেখা দুই দেশের জাতীয় সঙ্গীত। তাই বাংলাকে আপনি এভাবে অপমান করতে পারেন না। আমাদের বাংলাদেশি তকমা দিতে পারেন না। হিন্দি মহান ভাষা। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, কাজী নজরুল ইসলাম, ওঁরা বাংলা লিখতেন বলেই কি বাংলাদেশি?

আরও পড়ুন-দেশবিরোধী, অসাংবিধানিক : মুখ্যমন্ত্রী

কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, এই বাংলা ভাষা কত আন্দোলন, প্রতিবাদ, বিপ্লবের জন্ম দিয়েছে, জানেন? এটি ইউনেসকো স্বীকৃত ভাষা, বিশ্বের প্রথম সাতটি ভাষার একটি। আজও তামিলনাড়ুতে হিন্দি বললে ঢোকা যায় না। আমরা তো বলছি না কিছু। বাংলায় সব ভাষা চলতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজবংশী ভাষার জন্যও লড়াই করেন। তাহলে আপনাদের কেন এত বাংলা-বিদ্বেষ? বিজেপি হিন্দু বাঙালিদের এনআরসি নোটিশ পাঠাচ্ছে অপমান করতে। এই অপমান সহ্য করতে না পেরে দিলীপকুমার সাহা আত্মহত্যা করেছেন। তাঁর স্ত্রী আরতি সাহা কাঁদতে কাঁদতে ভিডিওতে এই কথা বলেছেন। পরিযায়ী শ্রমিকদের অনুপ্রবেশকারী বলা হচ্ছে। পুণেতে এক কার্গিল যোদ্ধাকেও অনুপ্রবেশকারী বলা হয়েছে। বিজেপি নেতারা, বাংলায় থাকেন, বাংলা বলেন। এবার এই বৈষম্যের বিরুদ্ধে বলুন। বিজেপির রাজ্য সভাপতি একজন শিক্ষিত মানুষ। আমি তাঁকে বহুবার ভাষা, সংস্কৃতি নিয়ে বলতে শুনেছি। তাঁকে বাংলা কবিতা পড়তেও শুনেছি। তাহলে বলুন, আমরা এটা মেনে নেব না। কিন্তু সেই সৎ সাহস আপনাদের নেই।

শুনে রাখুন, বাংলা ভাষাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া মানব না। এরপর তো স্কুলের বাচ্চারা বাংলা ভাষায় কথা বললে বলবে অন্য রাষ্ট্রের লোক, বর্ণ পরিচয় পড়লে বলবে অন্য রাষ্ট্রের লোক। আমরা প্রেমচন্দের সাহিত্যে পড়েছি। কিন্তু আপনারা আমাদের রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদকে ছোট করতে চাইছেন কেন? এসব আমরা মানব না।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

37 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

1 hour ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago