কোচবিহারকে অশান্ত করতে চায় বিজেপি

Must read

সংবাদদাতা, কোচবিহার : বিজেপির (BJP) মিথ্যাচার ধরা পড়ে গিয়েছে। মানুষ তাদের আর বিশ্বাস করে না। তাই দলে দলে বিজেপি ছেড়ে নেতা-কর্মীরা এখন তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিচ্ছেন। একঘরে হয়ে যাওয়া নিশীথ প্রামাণিক-সহ বিজেপি নেতারা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। মঙ্গলবার একটি বৈঠকে এভাবে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী উদয়ন গুহ (Coochbihar- Udayan Guha)। এদিন দিনহাটা সুভাষ ভবনে একটি বৈঠক করেন মন্ত্রী। এখানে বিজেপির নেতা-মন্ত্রীরা যে কীভাবে মানুষকে ঠাকাচ্ছে তা প্রমাণ হয়ে যায়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের থেকে বকেয়া টাকা না পেয়ে ডেকোরেটরস, ইলেকট্রিশিয়ান এবং ফ্লেক্সের মালিকেরা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর (Coochbihar- Udayan Guha) কাছে অভিযোগ জানান। গ্রামবাসীদের ভয় দেখাতে কেন্দ্রীয় বাহিনী এবং বাইরে থেকে সমাজবিরোধী নিয়ে এসে প্রায় ৬৫টি গাড়ির কনভয় নিয়ে তারা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে বলেও অভিযোগ জানান তাঁরা। তবে গ্রামবাসীরাই বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন। নিশীথ প্রামাণিক আলিপুরদুয়ারে সোনার দোকানে চুরির মামলায় অভিযুক্ত, এবার ২০১৮ সালে ভেটাগুড়িতে গণেশ পুজো ধুমধাম করে করলেও ডেকোরেটরস, ইলেকট্রিশিয়ান ও ফ্লেক্স তৈরি করে এতদিন পেরিয়ে গেলেও সেই টাকা পরিশোধ করেননি। বকেয়া টাকা ফেরতের দাবিতে বাধ্য হয়ে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ জানাতে ডেকোরেটর ও ফ্লেক্সের মালিকরা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর দ্বারস্থ হলেন। এদিন বিজেপির রাজ্য সভাপতি কোচবিহারে গিয়ে প্ররোচনামূলক বক্তব্য রাখলেও মানুষ তা প্রত্যাখ্যান করেছেন। গুরুত্বই দিতে নারাজ তাঁরা বিজেপিকে।

আরও পড়ুন: রাজ্যপাল অধিবেশন বন্ধ রাখতে পারেন না : সুপ্রিম কোর্ট

Latest article