প্রতিবেদন: দিল্লি বিধানসভা ভোটের আগেই অরবিন্দ কেজরিওয়ালকে খুন করতে চাইছে বিজেপি, চাঞ্চল্যকর অভিযোগ তুলল আম আদমি পার্টি। এই অভিযোগে সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি। যেভাবে দিল্লিতে ভোট প্রচারের সময়ে অরবিন্দ কেজরিওয়ালের গাড়িতে হামলা চালানো হয়েছে, তা দেখার পরে বিজেপির ষড়যন্ত্রের প্রমাণ মিলেছে, দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি নিজেই।
আরও পড়ুন-কৃষক হত্যার রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
তাঁর কথায়, দিল্লি ভোটে পরাজয় নিশ্চিত জেনেই মরিয়া হয়ে উঠেছে বিজেপি। তাদের পথের কাঁটা অরবিন্দ কেজরিওয়ালকে রাস্তা থেকে সরাতে, অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি। এই প্রসঙ্গেই আপ সাংসদ সঞ্জয় সিং-র দাবি, দিল্লি আসনে বিজেপির প্রার্থী, প্রাক্তন সাংসদ পরবেশ ভার্মার ইঙ্গিতেই আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের গাড়িতে হামলা চালানো হয়েছে, ইঁট বৃষ্টি করা হয়েছে। তা না হলে দোষীদের আড়াল করা হচ্ছে কেন? প্রশ্ন তুলেছেন আপ সাংসদ সঞ্জয় সিং।