মানুষের ভোটাধিকার লুট করতে চায় বিজেপি : রাজীব

শুক্রবার ঝাঁপড়া হাইস্কুলে আয়োজিত পাড়া ব্লক তৃণমূল আয়োজিত বিজয়া সম্মিলনীতে একথা বলেন দলের জেলা সভাপতি রাজীবলোচন সরেন।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : মোদি নাকি চা বিক্রি করতেন! কোথায় করতেন কেউ জানে না। তবে তিনি আগে যে সাধারণ পোশাক পরতেন তা মানুষ দেখেছেন। এখন তিনিই লক্ষ টাকার স্যুট পরেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুধ বিক্রি করতেন সবাই জানেন। কিন্তু আগেও তাঁর পায়ে ছিল হাওয়াই চটি, এখনও তাই আছে। কারণ তিনি মানুষের দিদি। বাংলার দিদি। শুক্রবার ঝাঁপড়া হাইস্কুলে আয়োজিত পাড়া ব্লক তৃণমূল আয়োজিত বিজয়া সম্মিলনীতে একথা বলেন দলের জেলা সভাপতি রাজীবলোচন সরেন।

আরও পড়ুন-বিধানসভা ভোটে এলাকায় না জেতাতে পারলে পুরভোটে টিকিট হবে না, বার্তা সাংসদের

এদিন ভিড়ে ঠাসা বিজয়া সম্মিলনী দেখে কার্যত অভিভূত হয়ে তিনি প্রশংসা করেন ব্লক সভাপতি মনোজ সাহাবাবু, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরিদের। ছিলেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু, বিধায়ক সুশান্ত মাহাত প্রমুখ। এদিন পুরুলিয়ায় দলের ৪টি বিজয়া সম্মিলনী হয় কাশিপুর, পাড়া, রঘুনাথপুর ২ ও রঘুনাথপুর শহরে। চারটিতেই কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাজীব বলেন, বিজয়া সম্মিলনী দল প্রতি বছরই করে। কিন্তু এবার পরিস্থিতি স্বাভাবিক নয়। বিজেপি এবার এসআইআরের নামে কার্যত এনআরসি করে মানুষের ভোটাধিকার লুট করতে চাইছে। এখন সচেতনভাবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে। সেজন্য বাংলা থেকে বিজেপিকে তাড়াতেই হবে। আগামী বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার সব কটি আসনে তৃণমূলকে জয়ী করার ডাক দেন তিনি।

Latest article