ছাব্বিশে ৫০-এর নিচে নামবে বিজেপি, সাতগাছিয়ায় ‘নিঃশব্দ বিপ্লব’-এ প্রত্যয়ী ঘোষণা অভিষেকের

প্রতিবেদন : ২০২১-এ বিজেপির চাকা ৭৭-এ আটকে গিয়েছিল। ২০২৬-এ বিজেপি ৫০-এর নিচে থাকবে। আত্মবিশ্বাসী ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আমি ভবিষ্যদ্বাণী করি না। যদি করি ঈশ্বরের কৃপায় আশীর্বাদে মানুষের ভালবাসায় অল্প হলেও মেলে। আমি তারিখ ধরে বলতে পারি না, কিন্তু আমি যদি বলি ২০১৯-এর তুলনায় তৃণমূলের আসনসংখ্যা বাড়বে। সেটা বেড়েছে। তাঁর সংযোজন এই সরকার টিকবে না। কারণ একক সংখ্যাগরিষ্ঠতায় এই সরকার চলছে না। দুর্নীতিগ্রস্তদের নিয়ে সরকার চলছে। গরিবের মুখের গ্রাস কেড়ে নেওয়া মানুষদের নিয়ে সরকার চলছে। এই সরকার টিকবে না। সাফ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ ১১টা নির্বাচনে বিজেপি একটাও জেতেনি। সব ক’টিতে হেরেছে তৃণমূলের কাছে। বুধবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের জন্য গত ১১ বছরের কাজের খতিয়ান পেশ করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন- ৪১ বছর পর ভারত পা রাখল মহাকাশে

‘নিঃশব্দ বিপ্লব’ নামের এই পুস্তিকা প্রকাশ করে তিনি সকলের সামনে রাখেন তাঁর সংসদীয় এলাকায় কোথায় কী কাজ হয়েছে, কত টাকার কাজ হয়েছে। অর্থাৎ শুধু কথার কথা নয়, যে কথা সেই কাজ। তারই হাতে-গরম প্রমাণ এই নিঃশব্দ বিপ্লব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি-সহ এই লোকসভা কেন্দ্রের একঝাঁক মন্ত্রী-সাংসদ এবং জনপ্রতিনিধি। বুধবার সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের শ্রীকৃষ্ণপুর বোরহানপুর ফুটবল মাঠের এই উপচে পড়া অনুষ্ঠানে বিজেপিকে তুলোধোনা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাংসদ হিসেবে তাঁর লোকসভা কেন্দ্রের ৭৬ হাজার মানুষকে বার্ধক্যভাতা দেন অভিষেক। এই কারণে বিজেপির ইনকাম ট্যাক্স তাঁকে দু-দুটি নোটিশ পাঠিয়েছে। এদিন মঞ্চে সেই নোটিশের কাগজ জনতাকে দেখিয়ে তিনি বলেন, স্রেফ রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে এরা নোটিশ পাঠিয়েছে। এবছর পুজোর মধ্যে ৭৬ হাজার বাড়িতে এই নোটিশের প্রতিলিপি পাঠাবেন অভিষেক। যাতে সকলে বিজেপির আসল কদর্যরূপটা দেখতে পারে। এদিন পহেলগাঁওয়ের ঘটনার জন্য দায়ী কে এই প্রশ্নও তুলেছেন। অভিষেকের কথায়, এখানে আরজি কর ঘটনা ঘটলে বিজেপির কু-সন্তানরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে। তবে গোয়েন্দা ব্যর্থতা, সিআইএসএফ ব্যর্থতা, ২৬ জনের মৃত্যু এসবের দায় নিয়ে কেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ করবেন না? সব থেকে আশ্চর্যের ঘটনা কুড়ি দিনের মাথায় গোয়েন্দা চিফ তাঁকে আবার এক্সটেনশন দেওয়া হয়েছে। এই হচ্ছে বিজেপি

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

12 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

21 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

46 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago