সংবাদদাতা, হাওড়া : পাঁচলায় ভোটপ্রচারে ঝড় তুললেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার পাঁচলার লস্করপুর ও গোবিন্দপুর পঞ্চায়েত এলাকায় ভোটের প্রচার করেন তিনি। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক গুলশন মল্লিক, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র-সহ দলের আরও অনেক নেতা-কর্মীরা। দু’জায়গাতেই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পদযাত্রা, জনসভা ও কর্মীবৈঠক করেন। দুটি পঞ্চায়েতেই তাঁর প্রচারে এলাকাবাসীদের ভিড় উপচে পড়ে।
আরও পড়ুন-ঘুমে আচ্ছন্ন যাত্রীরা, জ্বলে উঠল বাস
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সরকারি পরিষেবা তাঁরা সবাই ঠিকঠাক পাচ্ছেন কিনা তা জানতে চান চন্দ্রিমা ভট্টাচার্য। সবাই জানান রাজ্যের সমস্ত জনমুখী প্রকল্পগুলি ঠিকঠাকই পাচ্ছেন। অর্থমন্ত্রী বলেন, ‘বিজেপি মানুষকে মিথ্যে বলে ও অপপ্রচার করে ভুল বোঝাতে চাইছে। কিন্তু মানুষকে বোকা বানানো অত সহজ নয়। এবারের পঞ্চায়েত ভোটে মানুষ বিজেপি-সহ বিরোধীদের যোগ্য জবাব দিয়ে দেবে। বিজেপি সরকার মানুষের মধ্যে বিভেদ ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। কিন্তু তা কোনওদিনই এ রাজ্যে সফল হবে না। এই পঞ্চায়েত ভোটেই এর যথাযথ উত্তর পেয়ে যাবে বিজেপি।’
আরও পড়ুন-লাল-গেরুয়া দলের অপপ্রচারের জবাব দেবে মানুষ
তিনি বলেন, ‘প্রচারে এসে মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি তাতেই বোঝা যাচ্ছে বিরোধীরা এবারের পঞ্চায়েত ভোটে খড়কুটোর মতো উড়ে যাবে। ভোটের ফল বেরোলেই সেটা স্পষ্ট হয়ে যাবে।’ দুটি জনসভাতেই উপচে পড়া ভিড় দেখে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘সব জায়গাতেই মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের গ্রামগুলি শহর হয়ে উঠছে। আর তাতে উপকৃত হচ্ছেন গ্রামবাংলার লাখ লাখ মানুষ। সে কারণেই প্রতিটি প্রচারসভায় মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন।’ পদযাত্রা থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের সঙ্গে সৌজন্য বিনিময় করে মাঝেমধ্যে তাঁদের সঙ্গে জরুরি কিছু কথাও বলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।