ক্ষমতায় আসছে না বিজেপি! মেগা পদযাত্রায় দাবি তৃণমূল সভানেত্রীর

Must read

আজই লোকসভা নির্বাচনের সপ্তম দফার প্রচারের শেষ দিন। তার আগে ১২ কিলোমিটার পদযাত্রা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বেলা আড়াইটে নাগাদ সুকান্ত সেতুর চার মাথার মোড় থেকে পদযাত্রা শুরু করেন তৃণমূল সভানেত্রী। আর মিছিল শুরুর আগে লোকসভা নির্বাচনের ফল নিয়ে বিরাট দাবি করলেন তিনি। বলেন, ”যাদবপুর সব সময় পাশে থেকেছে। বিজেপি ক্ষমতায় আসছে না। এত মিথ্যা কথা বলা,আগে কোনও প্রধানমন্ত্রীকে দেখিনি।”

এদিন বর্ণাঢ্য পদযাত্রা করছেন তৃণমূল সুপ্রিমো। শুরুতে সঙ্গে ছিলেন যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ, কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র, বৈশ্বানর চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার-সহ তৃণমূল নেতৃত্বে। পদযাত্র শুরুর আগে মাইকে হাতে তুলে নেম মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ”সব ঠিক থাকলে, গণনা ঠিকমোত হলে, বিজেপি ক্ষমতায় আসছে না। এত মিথ্যা কথা বলা,আগে কোনও প্রধানমন্ত্রীকে দেখিনি।” মোদিকে তীব্র কটাক্ষ করে তৃণমূল সভানেত্রী বলেন, ”চেয়ারের দাম আছে। চেয়ারকে কেয়ার করে না। আবার দেখবেন প্রচার শেষ হলেই কোথাও না কোথাও বসে পড়ে। ধ্যান করবেন করুন। তার জন্য ক্যামেরা নিয়ে যাবেন কেন? যা হয় মানুষের জন্য ভাল হয়। মোদি যাক দেশ থাক, মোদি যাক, সংবিধান থাক। ভাল থাকবেন, ১২ কিমি হাঁটতে হবে। আবার দেখা হবে।”

আরও পড়ুন: জয়ের ব্যবধানের রেকর্ড গড়বে ডায়মন্ড হারবার! ফলতায় জনস্রোতে ভাসলেন অভিষেক

সুকান্ত সেতু থেকে গোপালনগর পর্যন্ত মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ কিলোমিটার হাঁটছেন তিনি। সায়নী ঘোষ ও কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়ের সমর্থনই এই রোড শো। বালিগঞ্জ ফাঁড়ি হয়ে ল্যান্ডস ডাউনস সেখান থেকে পদ্মপুকুর, যদুবাবুর বাজার হয়ে হরিশ মুখোপাধ্যায় রোডে পৌঁছবে মিছিল। শেষ হবে গোপালনগর মোড়ে। রাস্তায় দুধারে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন। মমতাকে দেখে নমস্কার জানাচ্ছেন, হাত নাড়ছেন, কেউ কাছে এগিয়ে আসছেন একটা সেলফি নেওয়ার জন্য। কেউ কেউ অপেক্ষা করছেন ফুল হাতে। শিশুরাও মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় জমিয়েছে। মিছিলে হাঁটতে হাঁটতে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন মমতা। শিশুদের কাছে টেনে আদর করছেন। অনেকের সঙ্গেই হাত মেলাচ্ছেন।

বর্ণাঢ্য পদযাত্রায় রয়েছে আদিবাসী নাচ, ধামসা মাদল, রঙিন বেলুন, পতাকা, লক্ষ্মীর ভাণ্ডার। সব মিলিয়ে লোকসভা নির্বাচনে শেষের আগে মেগা রোড শো-এর সাক্ষী মহানগর।

Latest article