জগদীপ ধনকড়কে (Governor Jagdeep Dhankhar) ‘ট্যুইটপাল’ বলে খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তিনি বলেন, ‘ট্যুইটপাল দেখার অভ্যাস নেই৷ আমরা রাজ্যপাল দেখেছি আগে।’ পার্থ আরও বলেন, ঘন ঘন যারা রাজভবনে যান, আজ যখন রাজ্যপালের ভাষনের উপর ধন্যবাদ জানানোর প্রস্তাব নিয়ে আসা হয় তখন তারাই সেটা করলেন না।বুধবার বিকেলে সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিজেপির (BJP) পরিষদীয় দল, ভুল পথে চালিত দল। কোনও দায়বদ্ধতা ওদের মানুষের ওপরে নেই। তাদের বিধায়করা অভব্য আচরণ রাজ্যপালের সামনে করেছেন। গরিমা, ঐতিহ্য সব নষ্ট করেছেন। বিধানসভার গরিমা, ঐতিহ্যকে রক্ষা করতে সুদীপ-মিহিরের অভব্য আচরণের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক। সবার সব সদস্যরা এই সাসপেনশনকে সমর্থন করেছেন। এর পরেও এরা এসে আচরণ বদলানেন না।”
জাতীয় রাজনীতিতে বিজেপি (BJP) বিরোধী একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আবারও বলেন তৃণমূল কংগ্রেস মহাসচিব (Partha Chatterjee)। বলেন,”২০০ বলা দল এখন ৭৭। এখন আবার ৩০-এ পৌঁছেছে। এর পরেও মনে মনে অনেকে চলে গেছেন। চিন্তন শিবিরে অনেক চিন্তা দেখলাম। যারা ২০০ পার বলতেন, তাদেরকে গঙ্গা পার করে দিয়েছেন রাজ্যের মানুষ। পুরসভা নির্ববাচনেও রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর আস্থা রেখেছেন। তৃণমূল কংগ্রেসেরকে সমর্থন জানিয়েছেন। ভয় কারা পাচ্ছেন বোঝা যাচ্ছে।” এদিন পার্থ সাফ জানিয়ে দেন, “মানুষের মনের থেকে এই বিজেপি সরকার চলে গেছে। ২০২৪- এ আর ফিরবে না।”
এদিন পার্থ (Partha Chatterjee) আরও একবার বামেদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। বলেছেন, “পুরনো হয়ে যাওয়া ইস্যুকে আবার তুলে আনা অভ্যাস৷ ওদের কাছে দল বড়। দেশ, রাজ্য বড় নয়। তাই পরীক্ষা সত্ত্বেও মিছিল করছে।”
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর
বিধানসভায় সুদীপ-মিহিরের সাসপেনশন নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এটা কারো বাড়ি নয়, শান্তিকুঞ্জ নয়। যে যা মনে হল করে গেলাম। যদি অধ্যক্ষ অনুমতি দেন তাহলে লবিতে বসে ধরনা দেবেন। যদি অনুমতি না থাকে তার পরেও যদি করেন তাহলে বিধানসভায় আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার তাই নেওয়া হবে।”
গোয়াতে তিন চার মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছেন বলেও জানান তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী।
পার্থ বলেন, “ভেবেছিলাম ওদের বোধদয় হবে, কিন্তু আজকেও দেখলাম ওদের বোধদয় হয়নি।
আজ মুখ্যমন্ত্রীর সামনেও হই হই করলেন। যারা প্রতিদিন বলেন তাদের বলার সুযোগ দেওয়া হয় না। যদিও অধ্যক্ষ তাদের টাইম দিলেন। বক্তার তালিকা দিয়েও তারা কথা বললেন না। রাজ্যপালের অনেক বিষয় সেদিন আমাদের দৃষ্টিকটু লেগেছিল। যারা ঘন ঘন রাজভবনে গিয়ে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন। তারাই রাজ্যপালের ভাষণে অংশ না নিয়ে কি সম্মান দেখালেন?”
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…