আগামী ৫০ বছরেও ক্ষমতায় আসবে না বিজেপি : মলয়

অসম কংগ্রেস থেকে যোগদান তৃণমূলে

Must read

প্রতিবেদন : আগামী ৫০ বছরেও বিজেপি ক্ষমতায় আসবে না। তৃণমূল কংগ্রেসকে হারানোর মতো কোনও দল তৈরি হবে না। সোমবার এমনটাই মন্তব্য করলেন আইনমন্ত্রী তথা অসমের ভারপ্রাপ্ত ইনচার্জ মলয় ঘটক (Malay Ghatak)। এদিন তৃণমূল ভবনে অসমের সংগঠনে তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব যোগদান করেন। এঁদের মধ্যে দুলু আহমেদ ছিলেন অসম কংগ্রেসের সেক্রেটারি। শিশির দেব কলিতা ছিলেন বিগত ১৭ বছর ধরে রাজনৈতিক-বিশেষজ্ঞ এ ছাড়াও অসম জাতীয় পার্টির প্রদেশ সভাপতি এবং মুখপাত্র।
সঞ্জীব মহন্ত অসম জাতীয় পার্টির মুখ্য আহ্বায়ক ছিলেন। এঁদের সকলেই এদিন তৃণমূলে যোগদান করেন। অপরদিকে, এদিন মলয় ঘটক (Malay Ghatak) জানান, তৃণমূল কংগ্রেসই একমাত্র অসমের দিশা ও পথ দেখাতে পারে। অন্যান্য যে কোনও দলের অনেকেই থাকতে পারে কিন্তু আমাদের দলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন।
অসমে ১২৬টি আসন রয়েছে। গত বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোথাও। এখন যারা যোগ দিচ্ছেন তাঁদের নিয়ে আপাতত সংগঠন চালিয়ে যাবে। রাজ্যসভার সাংসদ
সুস্মিতা দেব জানান, খুব শীঘ্রই অসমে প্রদেশ সভাপতির নাম ঘোষণা করা হবে। তিনজনের নামের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাঁরা নাম চূড়ান্ত করে পাঠালেই কালীপুজোর পর প্রদেশ সভাপতির নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন- এই শহর আসলে অগ্রগতির পথপ্রদর্শক : মুখ্যমন্ত্রী

Latest article