বুধবার, সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে চ্যালেঞ্জ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বলেন,”২০২১ বিধানসভা নির্বাচনের আগে এখানেই বলত ২০০ পার। কিন্তু এবার তো দিল্লিতেও ২০০ পার হবে না। কীভাবে হবে, কোন ম্যাজিশিয়ান এসে করবে?”
আরও পড়ুন-২৫ এপ্রিল থেকে শুরু ‘সংযোগ যাত্রা’, থাকবেন অভিষেকও: তৃণমূল সুপ্রিমো
তৃণমূল নেত্রীর অভিযোগ, লোকসভা নির্বাচনে সাফল্য পেতে এজেন্সি, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন- কিছুই ব্যবহার করবে গেরুয়া শিবির। উড়বে প্রচুর টাকা! মমতা মন্তব্য করেন, “CRPF, BSF, ED-CBI দিয়ে ভোট লুট করা যাবে না। ইলেকট্রনিং মেশিন নিয়েও সন্দেহ রয়েছে। আমরা চাইব ভিভিপ্যাটে মেশিন যাতে বেশি করে ব্যবহার হয়। কিন্তু বিজেপি কারও কথা শোনে না, ওদের আচরণ আর জুমলা দেখে আমি বিস্মিত।”
আরও পড়ুন-পরিকল্পনামাফিক কুৎসা ছড়াচ্ছে বিজেপি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
এদিন তৃণমূল সুপ্রিমো ফের বলেন, “২০২৪-এ বিজেপি ক্ষমতায় ফিরবে না।“ কিন্তু কেন্দ্রের বিরোধী দলগুলি কি সংঘবদ্ধ? এর উত্তরে মমতা জানান, নীরবতার অর্থ নিষ্ক্রিয়তা নয়। “কেন্দ্রীয় স্তরে সব বিরোধী দল একত্রিতভাবে কাজ করছে। আমাদের রোজ কথা হচ্ছে। নিয়মিত যোগাযোগ রয়েছে।” অর্থাৎ বিজোপি বিরোধী জোট বাইরে থেকে বোঝা না গেলেও, তলায় তলায় চলছে।