সংবাদদাতা, হুগলি: আগামী বিধানসভা নির্বাচনে আর বিরোধী দলনেতা বানাতে পারবে না বিজেপি। রবিবার এহেন ভবিষ্যদ্বাণী করে গেরুয়া শিবিরকে ধুয়ে দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন শেওড়াফুলিতে একটি রক্তদান শিবিরে উপস্থিত হন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই পুনরায় তাঁকে জয়ী করার জন্য ধন্যবাদ জানান শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের।
আরও পড়ুন-একুশে জুলাই যোগদানে রেকর্ড করতে চায় মালদহ
এরপরেই সাংসদ বলেন, লোকসভা ভোটে মানুষ দেখিয়ে দিয়েছেন তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। উপনির্বাচনেও তৃণমূল চারে চার পেয়েছে। মানুষ বারবার দেখিয়ে দিচ্ছেন তাঁরা শুধু তৃণমূলের সঙ্গেই আছেন। বিজেপি নামক দলটাকে উচ্ছেদ করে দিয়েছেন সাধারণ মানুষ। বাংলায় বিজেপির যে কোনও স্থান নেই সেটা প্রমাণ হয়ে গেছে। আগামী ২০২৬ সালে বিধানসভা ভোট আসছে। সেই ভোটের পর বিজেপি আর বিরোধী দলনেতা কাউকে করতে পারবে না। কারণ আগামী বিধানসভা ভোটে বিজেপি বাংলায় ত্রিশটিও আসন পাবে না। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি অরিন্দম গুঁই, শ্রীরামপুর শহর তৃণমূল সভাপতি সন্তোষ সিং, বৈদ্যবাটি পুরসভার পুর পারিষদ সুবীর ঘোষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়-সহ তৃণমূলের দলীয় নেতৃবৃন্দ।