সংবাদাতা, বসিরহাট : অশ্লীল ভিডিও দেখিয়ে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ (shame on BJP)। অভিযোগ দায়ের হতেই পকসো আইনে গ্রেফতার এলাকার সক্রিয় বিজেপি কর্মী সুবল বর্মন (৬০)। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার ঘটনা। ধৃত সুবল এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি এলাকার ক্লাস সেভেনের পড়ুয়া ১৪ বছরের ওই নাবালিকা ছাত্রীকে মোবাইল ফোনে পর্ন ভিডিও দেখিয়ে সুবল ওই ছাত্রীকে ধর্ষণ করে (shame on BJP)। ঘটনায় ছাত্রী অসুস্থ হলে পরিবারকে সব জানায়। এরপর তাঁদের ভয় দেখায় সুবল। দরিদ্র পরিবারের ওই নাবালিকা এবং তার বাবা-মাও ভয় পেয়ে যান। কিন্তু ৩১ ডিসেম্বর ওই নাবালিকা বান্ধবীদের নিয়ে রায়মঙ্গল নদীর ধারে পিকনিক করছিল। তখন সুযোগ বুঝে জঙ্গলের ধারে সুবল ফের তাঁকে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে সুবলকে হাতেনাতে ধরে ফেলে। ধরে হিঙ্গলগঞ্জ থানার হাতে তুলে দেয়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে সুবলকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতে পাঠান।
আরও পড়ুন- এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন দিল্লি, হুঁশিয়ারি অভিষেকের

