সংবাদদাতা, বনগাঁ : বিএসএফের গাফিলতিতেই অবৈধভাবে অনুপ্রবেশকারীরা যে ভারতে প্রবেশ করছে তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতীয় নথি তৈরি করে দেওয়ার পেছনে যে বিজেপির হাত রয়েছে সেই বিষয়টা এবার সামনে এসে গেল। অনুপ্রবেশকারীদের ভারতীয় নথি তৈরি করে দেওয়ার অভিযোগে এবার ধরা পড়ল এক বিজেপি সক্রিয় কর্মী (BJP Worker)। ধৃত বিজেপি কর্মীর নাম রাজকুমার বারুই। তাকে উত্তর ২৪ পরগনার বাগদা থানার বাণেশ্বরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে বুধবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। হেফাজতে নিয়ে পুলিশ জেরা করে পুরো বিষয়টি জানতে চাইছে। এই অনৈতিক কাজকর্মের সঙ্গে আর কারা জড়িত সেই বিষয়ে হদিশ পেতে চাইছে পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বনগাঁ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। এসআইআর, ভুয়ো ভোটার, ভোটার তালিকা— নিয়ে সরব হয়েছে বিজেপি (BJP Worker)। এবার তাদের দলের এক সক্রিয় কর্মীর এহেন অবৈধ কাজ সামনে আসাতে মুখে কুলুপ এঁটেছে বিজেপি নেতৃত্ব। এবার কোথায় মুখ লুকোবেন পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্বরা? দায় ঝেড়ে ফেলতে সক্রিয় কর্মীর কাজের সঙ্গে দলের কোনও যোগ নেই বলে সাফাই গাইতে শুরু করেছেন তাঁরা। অভিযুক্ত রাজকুমার দীর্ঘদিন ধরে একটি দোকানের আড়ালে অনুপ্রবেশকারীদের আধার, ভোটার কার্ড-সহ অন্যান্য ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার কাজ করত। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বাগদা থানার পুলিশ অভিযুক্তের দোকানে হানা দেয়। সেখান থেকে উদ্ধার হয় জাল আধার ও প্রিন্টার।
আরও পড়ুন-প্রধান শিক্ষকের লালসার শিকার নাবালিকা! ৩ মাসের গর্ভবতী নবম শ্রেণির ছাত্রী