ভোটের মুখে লকেটের বিরুদ্ধে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা

বিজেপি সূত্রের খবর, প্রার্থী ঘোষণার পরেই নীচুতলার নেতা-কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে। যদিও প্রকাশ্যে সে কথা বলেননি কেউ

Must read

ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে বিজেপি (BJP) ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম। হুগলি (Hooghly) লোকসভা কেন্দ্রে যে এবার হাই ভোল্টেজ লড়াই সেই বিষয়ে সন্দেহ নেই। পুরনো সাংসদ লকেট চট্টোপাধ্যায় এর বিপরীতে থাকছেন তৃণমূলের প্রার্থী টলি অভিনেত্রী রচনা বন্দ্য়োপাধ্যায়। প্রচার শুরু হয়ে গিয়েছে দুই পক্ষেরই। এরই মাঝেই দেওয়ালে সাঁটানো হল চিঠি। বুধবার সকালে সেই চিঠি ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। চিঠির শিরোনামে লেখা, ‘লকেট চ্যাটার্জীর হাত থেকে বাঁচান।’ চিঠি লিখেছেন খোদ বিজেপির মণ্ডল সভাপতিরা। এমনটাই দাবি করা হয়েছে ওই চিঠিতে।

আরও পড়ুন-ধূপের কারখানায় বিধ্বংসী আগুন

উত্তর চন্দননগরের তালডাঙা, বোড়াইচণ্ডীতলা, সরিষাপাড়া, লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় এই খোলা চিঠি সাঁটানো হয়েছে। দাবি করা হয়েছে, লকেট চট্টোপাধ্যায় বিজেপি কর্মীদের ধমক দিচ্ছেন। চিঠিতে লেখা রয়েছে, ‘৫ বছর উনি আমাদের মণ্ডলে আসেননি। তাতে আমাদের কী দোষ? এখন উনি মানুষের ক্ষোভের মুখে পড়ে আমাদের ধমকি দিচ্ছেন। ভোটের পর দেখে নেব বলছেন।’ রাজ্য নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হয়নি এমনটাই লেখা আছে চিঠিতে।

আরও পড়ুন-তৃণমূলের প্রচার-সৌজন্যে সারাবছর কাজ ঢাকিদের

এই প্রথম না আগেও লকেটের বিরুদ্ধে পোস্টার পড়েছে। বিজেপি সূত্রের খবর, প্রার্থী ঘোষণার পরেই নীচুতলার নেতা-কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে। যদিও প্রকাশ্যে সে কথা বলেননি কেউ।

 

Latest article