কর্মীদের মুখেই বিজেপির কুৎসা

দলীয় কর্মীদের প্রতি তাঁর স্বেচ্ছাচারী মনোভাব। যার ফলেই এবার ওই জেলা সভাপতির পদত্যাগ চাইছেন ওই দলীয় কর্মীরা।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : ‘‘জেলা সভাপতি দুর্নীতিবাজ। ওনার পদত্যাগ চাই।’’ বুধবার ময়নাগুড়ি বিজেপি কার্যালয়ের সামনে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীর গোষ্ঠীর নবনির্বাচিত মহিলা গোষ্ঠীর গালায় এমনই স্লোগান। আদি গোষ্ঠী করল এর বিরোধিতা। আর এই নিয়ে একপ্রকার হুলুস্থুলু হল ময়নাগুড়ি শহরের সুভাষ নগর এলাকায় বিজেপির কার্যালয় অটল ভবনের সামনে। ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল।

আরও পড়ুন-আমের ফলনে ধাক্কা, চড়ছে বাজার

জেলা বিজেপির বিভিন্ন কমিটি ঘোষণা হবার পর থেকে ময়নাগুড়ি-সহ গোটা জলপাইগুড়ি জেলাতেই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতে শুরু হয়েছে। বিজেপির ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন মন্ডল কমিটির বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়েছেন বেশ কিছু নেতা। হাজির হন বিজেপির মহিলা মোর্চার বিক্ষুব্ধ গোষ্ঠীর কর্মীরা। এরপর তাঁরা দলিয় কার্যালয়ে ঢুকে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকেন। সেসময় বর্তমান মহিলা মোর্চার পদাধিকারী গোষ্ঠীর সদস্যরা দলিয় কার্যালয়ের সামনে আসলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, তাঁরা দীর্ঘ কয়েকবছর ধরে বিজেপি করছেন। দলের কঠিন সময়ের সঙ্গী। কিন্তু বর্তমান জেলা সভাপতি বারবার জড়িয়েছেন দুর্নীতিতে। দলীয় কর্মীদের প্রতি তাঁর স্বেচ্ছাচারী মনোভাব। যার ফলেই এবার ওই জেলা সভাপতির পদত্যাগ চাইছেন ওই দলীয় কর্মীরা।

Latest article