দলবিরোধী স্লোগান দিল বিজেপি কর্মীরা

‘বিজেপি সরকার, আর নেই দরকার’। না, বিরোধী তৃণমূল কংগ্রেস, বামেরা কিংবা কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়নি এই স্লোগান।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : ‘বিজেপি সরকার, আর নেই দরকার’। না, বিরোধী তৃণমূল কংগ্রেস, বামেরা কিংবা কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়নি এই স্লোগান। অবিশ্বাস্য হলেও বিজেপি সরকারের বিরুদ্ধে এই স্লোগানে মুখর হলেন খোদ বিজেপি কর্মী-সমর্থকরাই। সোমবার গেরুয়া শিবিরের এই অবাক করা কাণ্ডকারখানা দেখে হতবাক রাজনৈতিক নেতা-কর্মী থেকে সাধারণ মানুষ। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইয়ের নেতৃত্বে দুর্গাপুর থানায় একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় গেরুয়া শিবির।

আরও পড়ুন-বিরোধী-আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল কর্মী

বিক্ষোভ চলাকালীন হঠাৎ দলের প্রায় ২০ থেকে ২৫ জন ‘বিজেপি সরকার, আর নেই দরকার’ বলে স্লোগান দিতে থাকেন। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান বাকি কর্মী-সমর্থকরা। বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইকে প্রশ্ন করা হলে তিনি শাক দিয়ে মাছ ঢাকার আপ্রাণ চেষ্টা করতে থাকেন। তাঁর যুক্তি, কর্মীরা ভুল করে ওই স্লোগান দিয়ে ফেলেছেন। লক্ষ্ণণবাবুর এই যুক্তিকে অসার এবং হাস্যকর করে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল নেতা এবং দুর্গাপুরের পুরপ্রধান মৃগেন্দ্রনাথ পাল। তিনি বলেন, যা শোনা গেল তাতে স্পষ্ট বোঝাই যাচ্ছে, কেন্দ্রের মোদি সরকারের লাগামহীন স্বৈরাচারের বিরুদ্ধে এভাবেই জেহাদ ঘোষণা করতে চাইছেন খোদ দলেরই নেতা-কর্মীদের একটা বড় অংশ।

Latest article