প্রতিবেদন : কংগ্রেস বিজেপির ‘এ’ টিম আর সিপিএম বিজেপির ‘বি’ টিম (BJP-Congress-CPM)। একা তৃণমূল কংগ্রেসই (TMC) বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। সোমবার বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একইসঙ্গে কারও নাম না করে মুখ্যমন্ত্রীর তোপ— কেউ যদি অন্যায় করে তার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। যে দস্যুই হয় সে দস্যুই থাকে। আমি সংখ্যালঘুদের ভালবাসি৷ ইঙ্গিত স্পষ্ট। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী ছিলেন যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে। তৃণমূল কংগ্রেসকে হারাতে যে রাম-বাম-বিজেপির রামধনু জোট হয়েছে সেকথা আগেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও সে-প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটা নির্বাচন নিয়ে আমার দিকে আঙুল তুলবেন না। মুখোশ খুলে গেছে। বিজেপি-সিপিএম-কংগ্রেস (BJP-Congress-CPM) সব এক হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা বিজেপির সঙ্গে লড়বে। এই রামধনু জোটকে এদিন আরও একবার তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী। যদিও তাঁর বক্তব্যের আগেই ওয়াকআউট করে বেরিয়ে যায় বিজেপি।
সোমবার বিধানসভায় আসেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। বিধানসভায় তাঁকে দেখতে পেয়ে জড়িয়ে ধরেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। নৌশাদকে প্রশংসায় ভরিয়ে দেন অশোক। এই দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ অনেক বিজেপি বিধায়কের। এই দৃশ্য চোখ এড়ায়নি বাকি অনেকেরই। এরপরেই জল্পনা আরও জোর হয়, আসলে বিজেপি যে এদের সঙ্গে একই গোত্রের তা আরও একবার প্রমাণিত হল।