প্রতিবেদন : ১৫ বছর ক্ষমতা আঁকড়ে থাকার পর সদ্য রাজধানীর পুরভোটে আপের কাছে ধরাশায়ী হয়েছে বিজেপি। সেই হারের কারণে দিল্লি বিজেপি সভাপতি পদে ইস্তফা দিতে বাধ্য হলেন আদেশ গুপ্তা (BJP-Adesh Gupta)। বিজেপি শীর্ষ নেতৃত্ব তাঁর ইস্তফা গ্রহণ করেছে। অস্থায়ী সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বীরেন্দ্র সচদেবাকে। বীরেন্দ্র সচদেবা বর্তমানে দিল্লি বিজেপির সহ-সভাপতি। নতুন সভাপতি নিয়োগ না হওয়া পর্যন্ত তাঁকেই সভাপতি হিসেবে কাজ চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। আদেশের ইস্তফার খবরে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা। এক নেটিজেন লিখেছেন, এক কেজরিওয়াল বিজেপি ও আদেশ গুপ্তার রাজনৈতিক জীবনে ইতি টেনে দিলেন। অপর একজন লিখেছেন, কেজরিওয়ালকে সারাক্ষণ গালি দেওয়ার ফল হাতেনাতে পেয়েছে বিজেপি। কেজরির জনপ্রিয়তা না বুঝেই তাঁকে আক্রমণ করতে গিয়ে সব হারালেন আদেশ (BJP-Adesh Gupta)। দিল্লি পুরভোট আপ শুধু ক্ষমতা দখল করেনি, বলা যায় বিজেপিকে কার্যত ঝেঁটিয়ে সাফ করে দিয়েছে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে ৫ দফতরের সমন্বয়ে অভিযোগহীন পরীক্ষা