বঙ্গ

সাহিত্য অ্যাকাডেমিতে ক্ষমতা কায়েমের চেষ্টা বিজেপির, কড়া নিন্দায় শিক্ষামন্ত্রী

প্রতিবেদন : রাজনীতির পাশাপাশি সাহিত্য একাডেমিতেও নিজেদের লোক ঢুকিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে বিজেপি। কিন্তু বাংলায় মুখ্যমন্ত্রী লিখতে গিয়ে যেমন সমালোচনা নিয়েছেন তেমনই সকলের মতামতকেও প্রাধান্য দিয়েছেন। বৃহস্পতিবার দমদম বইমেলার উদ্বোধনে বিজেপির ছোট মানসিকতার নিন্দা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একইসঙ্গে বাংলায় কিভাবে নতুন প্রতিভা ও শিল্পী সাহিত্যিকদের সম্মান এবং তাদের মতামত কে প্রাধান্য দেওয়া হয়। সে কথাও তুলে ধরেন তিনি। এদিন ব্রাত্য বসু বলেন, সাহিত্য একাডেমীর লেখকদের নাম ইতিমধ্যেই ঘোষণা হয়ে যায়। কিন্তু এবার এখনও হয়নি। বিজেপি এখানেও নিজেদের লোক ঢুকিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। সাহিত্য একাডেমীর কমিটি ভেঙে দিচ্ছে। মুখ্যমন্ত্রী একমাত্র রাজনীতিবিদ যিনি নিয়মিত বই লেখেন। তিনি সমালোচনা নিয়েছেন, শিল্পে সাহিত্যে সবার মতামত নিয়েছেন।

আরও পড়ুন-তৃণমূল পূর্ব বর্ধমান জেলা কমিটি ঘোষণা করা হল

শিক্ষামন্ত্রী বলেন, এখানে কেউ কেউ গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছে। কিন্তু শিল্পের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী চোখ উদার রেখেছেন। সবাই কে সম্মান দিয়েছেন। ভিন্ন মতের একটা পরিসর সবসময় এখানে থেকেছে। ভিন্ন মতের পরিসর বই দিতে পারে, শিল্প দিতে পারে, সংস্কৃতি দিতে পারে। বইমেলা দিতে পারে। বাংলা একাডেমি দু ধরনের মতকে একসঙ্গে নিয়ে চলতে পারে।
এই বইমেলায় অনেক প্রান্তিক লেখকদের সুযোগ করে দেওয়া হয়।। মন্ত্রী জানান, এমন অনেক লেখক আছেন যারা বহুদিন ধরে লিখছেন কিন্তু তাদের লেখার ব্যাপ্তি ঘটছে না। তেমন লেখকদের এই বইমেলায় সুযোগ করে দেওয়া হয় বই প্রকাশের জন্য। এছাড়াও বইমেলার মূল আয়োজক দেবাশীষ বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন নতুন কোন লেখক তার বই প্রকাশ করার ইচ্ছে প্রকাশ করলে তাকে যেন সেই সুযোগ দেওয়া হয়।

আরও পড়ুন-কৃষ্ণনগরে দুটি গির্জায় সমারোহে পালিত বড়দিন, অনুদানের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ

বড়দিন থেকে শুরু হল দমদম বইমেলা। রাজ্যের শিক্ষামন্ত্রী তথা দমদমের বিধায়ক ব্রাত্য বসুর উদ্যোগে আয়োজিত এই মেলা শুরু হয়েছিল ২০১২ সালে। ৪ জানুয়ারি পর্যন্ত দমদম ইন্দিরা ময়দানে বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত মেলা চলবে। এদিন শিক্ষামন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, প্রচেত গুপ্ত, কবি সুবোধ সরকার, গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সুধাংশু শেখর দে।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 minute ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

37 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

46 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago