সুপারফ্লপ বন্‌ধ কলকাতা থেকে জেলা, স্বাভাবিক রইল জনজীবন

Must read

প্রতিবেদন : সুপারফ্লপ বিজেপির বন্‌ধ (Bandh) রাজনীতি! বাংলার জনজীবনকে স্তব্ধ করতে বিজেপির চক্রান্ত ভেস্তে দিল রাজ্যের সাধারণ মানুষই। সপ্তাহের তৃতীয় কর্মব্যস্ত দিনে জনজীবন সম্পূর্ণভাবে স্বাভাবিক কলকাতা থেকে জেলায়। লাশের রাজনীতি করতে মঙ্গলবার নবান্ন অভিযানের নামে কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছিল বিজেপির দুষ্কৃতীরা। কিন্তু লাশের আশা পূরণ না হওয়ায় বুধবার জনজীবনকে স্তব্ধ করতে ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ ডেকেছিল বিজেপি। কিন্তু রাজ্যের মানুষ সেই বন্‌ধ প্রত্যাখান করেছেন। জানবাজারে প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ বলেন, নবান্ন অভিযানের নামে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে বিজেপি। সুপারফ্লপ আজকের বিজেপির বন্‌ধ। ওদের নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব। সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছে যে ইস্যুতে বন্‌ধ, তা তারা মানে না। আরজি করের তদন্ত করছে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে অথচ লোক দেখিয়ে নবান্ন অভিযানের নামে পরিবেশকে অশান্ত করার চেষ্টা। সিজিও কমপ্লেক্সে গিয়ে বিক্ষোভ দেখাক।

আরও পড়ুন- রাজ্যে বিরাট নিয়োগ, জট কেটে ১৪০৫২ শিক্ষকের চাকরি

অন্যান্য দিনের মতোই এদিন সকাল থেকেই অফিস যাত্রীরা অফিসের উদ্দেশে রাস্তায় বেরিয়েছেন। বিপুল সংখ্যক সরকারি বাসের পাশাপাশি রাস্তায় নেমেছে প্রচুর বেসরকারি বাসও। মঙ্গলবারই নবান্নের তরফে জানানো হয়েছিল, বুধবার পুরোপুরি সচল থাকবে বাংলা। প্রত্যেকদিনের মতোই খোলা থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি। জেলায় জেলায় বিজেপির দুষ্কৃতীরা বন্‌ধ (Bandh) কার্যকরের নামে অশান্তি পাকাতে রাস্তায় নামলেও কড়া হাতে দুর্বৃত্তদের সেই চক্রান্ত ভেস্তে দিয়েছে পুলিশ। তবে শহর কলকাতায় বিজেপির বন্‌ধ-চক্রান্ত পুরোপুরি ব্যর্থ করে স্বাভাবিক রইল জনজীবন। ডানলপ থেকে শ্যামবাজার, শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া স্টেশন— সর্বত্রই দেখা গেল চেনা ছন্দ। পুলিশ আধিকারিকরাও জানিয়েছেন, শহরের কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। বেসরকারি পরিবহণ সংগঠনগুলি যান চলাচল স্বাভাবিক রেখেছে। সাধারণ মানুষ এই বন্‌ধ প্রত্যাখান করেছেন।

Latest article