বিজেপি-বিএসএফ বৈঠক অস্থিরতা তৈরি করতেই

Must read

অনুপম সাহা, দিনহাটা : অস্থিরতার রাজনীতি তৈরি করতে বিজেপি এবার হাত মেলাচ্ছে বিএসএফের সঙ্গে। দলের দুই শীর্ষ নেতৃত্ব বিএসএফ ডিআইজির সঙ্গে গোপন বৈঠক করেন। এতেই বিজেপির অভিসন্ধি নিয়ে সন্দেহ জোরালো হল। বিএসএফের এলাকা বাড়িয়ে রাজ্যের এক্তিয়ারে নাক গলানোর জন্য মোদি-শাহের চক্রান্তমূলক সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপি-বিএসএফ বৈঠক নিয়ে নির্বাচন বিধিভঙ্গের অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার জেলাশাসকের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও দিনহাটার দলের প্রার্থীর নির্বাচনী এজেন্ট পার্থপ্রতিম রায়।

আরও পড়ুন-ব্রজকিশোর জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী

৩০ অক্টোবর দিনহাটা-সহ রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচন। তার আগে বুধবার কোচবিহার সেক্টরের ডিআইজি শৈলেন্দ্রকুমার সিনহার সঙ্গে দেখা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বিএসএফের কোচবিহার সেক্টর হেড কোয়ার্টারে প্রায় ৩০ মিনিট বৈঠক করেন তাঁরা। সেখানে ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা রায়ও। উপনির্বাচনের আগে এই বৈঠক বিজেপি বিএসএফকে সীমান্ত এলাকায় ব্যবহার করবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। পার্থপ্রতিম বলেন, ‘‘কোচবিহারে বিজেপি ও বিএসএফের ডিআইজির বৈঠক উপনির্বাচনকে প্রভাবিত করার চক্রান্ত। এটা পুরোপুরি অভিসন্ধিমূলক।’’

Latest article