বিজেপির গুন্ডামি, সক্রিয় প্রশাসন

ঘটনার সঙ্গে সঙ্গে কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন। পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে বিজেপি।

Must read

সংবাদদাতা, ভগবানপুর : হতাশা যত বাড়ছে, বিজেপি তত হিংসার রাজনীতি করছে। তাদের আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কংগ্রেস নেতা। রক্তাক্ত অবস্থায় বরোজ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিহিরকুমার ভৌমিককে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে অবস্থার অবনতি ঘটায় তমলুকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন-লধুড়কা ইতিহাস গড়বে

ঘটনার সঙ্গে সঙ্গে কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন। পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে বিজেপি। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে ভূপতিনগর থানা অবরোধ করেন ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। ভোরে চায়ের দোকানে যাচ্ছিলেন মিহির। আচমকা কয়েকটি মোটরসাইকেলে এসে হামলা চালায় বিজেপির গুন্ডাবাহিনী। লাঠির ঘায়ে মাথা ফাটিয়ে পালায় তারা। তৃণমূলের দাবি, ভগবানপুরে বিজেপি জেতার পর থেকেই স্থানীয় বিধায়কের মদতে গুন্ডাবাহিনী সন্ত্রাস চালাচ্ছে। রাজ্য তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ জেলা পুলিশ সুপার অমরনাথকে কড়া পদক্ষেপ নিতে বলেছেন। জেলা চেয়ারম্যান অভিজিৎ দাস, জেলা সম্পাদক তরুণকুমার জানা হাসপাতালে গিয়ে দেখা করেন। এগরার বিধায়ক তরুণকুমার মাইতি বলেন, বিজেপি পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

Latest article