প্রতিবেদন : বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সন্দেশখালির গ্রামবাসীদের অনেক ভিডিও এখন ভাইরাল। সেভাবেই ভাইরাল হয়েছে একটি তরুণীর বক্তব্যের ভিডিও। যেখানে তিনি দাবি করছেন সন্দেশখালি নিয়ে যে ধরনের অত্যাচারের প্রচার চালানো হচ্ছে তা একেবারেই মিথ্যা। রাজনৈতিক দলগুলির এই প্রচার চালানোর পিছনে তাদের কোনও পরিকল্পনা আছে বলে দাবি ভিডিও-তে।
আরও পড়ুন-ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর, রাজ্যে আরও ৩ মেডিক্যাল কলেজ
পাশাপাশি এলাকায় অশান্তি বাধানোর জন্য বিজেপিকেই দায়ী করছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, বিজেপির কোনও চাল— এলাকায় অশান্তি বাধানো। যে নারী-নির্যাতনের অভিযোগকে হাতিয়ার করে রাজ্যের বিরোধীরা সন্দেশখালি থেকে দিল্লি পর্যন্ত হই-হট্টগোল চালিয়ে যাচ্ছেন সেই অভিযোগকেই উড়িয়ে দিচ্ছেন সন্দেশখালির মহিলারা। ভাইরাল ভিডিওতে এক তরুণী দাবি করছেন— সন্দেশখালির মেয়েদের সঙ্গে এ-ধরনের কোনও ঘটনা ঘটেনি। এমনকী ভিডিওতে দাবি, অভিযোগের তিরে থাকা শেখ শাহজাহান এ-ধরনের মানুষই নন। এ-ধরনের অভিযোগ মিথ্যা। পাশাপাশি গরিব মানুষের ওপর অত্যাচারের মতো ঘটনাও সন্দেশখালিতে ঘটে না বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দাবি করছে।