প্রতিবেদন : কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ভিন রাজ্যের দুই নেতাকে নিয়ে সন্দেশখালির স্কুলে গোপন বৈঠক বিজেপির। ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের। স্কুলের প্রধান শিক্ষক অপূর্ব মণ্ডল ন্যাজাট থানায় এই অভিযোগ দায়ের করেছেন। এরই মধ্যে বুধবার বিকেলে সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের ডাকে বিশাল প্রতিবাদ ও ধিক্কার মিছিল হয়। মিছিলে তৃণমূল নেতা-কর্মীদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন-টানা চতুর্থ হার রাজস্থান রয়্যালসের
বিনা অনুমতিতে স্কুলে বিজেপির গোপন বৈঠক নিয়ে বুধবারই ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক অপূর্ব মণ্ডল। তাঁর আরও অভিযোগ, ঘটনার পর স্কুলের অনেক গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী চুরি হয়ে গেছে। গত ১৩ মে সোমবার বিকেলে ন্যাজাট থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়া প্রাথমিক বিদ্যালয়ে ওই বৈঠক হয়। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো ভোট চলাকালীন এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছেন। স্কুলের অভিযোগ, সম্পূর্ণ বিনা অনুমতিতে অসম ও গুয়াহাটির দুই নেতা-সহ একাধিক নেতাদের নিয়ে স্কুলে ওই বৈঠক করে বিজেপি। স্কুলের অনুমতি ছাড়া এই বৈঠক করে নির্বাচনী বিধিভঙ্গ করেছে বিজেপি। সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে স্কুলের মধ্যে বৈঠক করেন তাঁরা। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ তদন্ত করে যারা এই ঘটনায় যুক্ত তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক। বিধায়ক সুকুমার মাহাতোর অভিযোগ, এলাকায় সন্ত্রাস চালিয়ে সন্দেশখালিকে নতুন করে উত্তপ্ত করার চক্রান্ত চলছে। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব। বসিরহাট সাংগঠনিক জেলার প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি নিলয় সরকারের অভিযোগ, ভিনরাজ্যের দুই বিজেপি নেতা-সহ বিজেপি নেতৃত্ব ওই স্কুলে গোপন বৈঠক করে সন্দেশখালিকে ফের উত্তপ্ত করতে চাইছে। অশান্তি সৃষ্টি করতে চাইছে। আমাদের অনুমান ওই দিনের বৈঠকে সন্দেশখালিতে অস্ত্রবিলির কৌশল নিয়ে আলোচনা হয়েছে। অস্ত্র বিলিও হয়ে থাকতে পারে। চক্রান্ত করে সন্দেশখালিকে ফের উত্তপ্ত করতে চাইছে বিজেপি। আমরা সন্দেশখালির মানুষ শান্তিপূর্ণ ভাবে থাকতে চাই ও ভোট দিতে চাই।
আরও পড়ুন-হাওড়ায় প্রসূনের সমর্থনে পা মেলাল আমজনতা, জনস্রোতে মধ্যমণি দলনেত্রী
এরই মধ্যে বুধবার বিকেলে সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের ডাকে বিশাল প্রতিবাদ ও ধিক্কার মিছিল হয়। অভিযোগ, সন্দেশখালির সিংপাড়া এলাকায় বেশ কয়েকদিন আগে বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকে নিগ্রহ করে ও তৃণমূল নেতা-কর্মীদের মারধর করে। এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার বিকেলে এক বিশাল প্রতিবাদ ও ধিক্কার মিছিল করা হয়। সন্দেশখালির ত্রিমোহিনী বাজার থেকে শুরু এই মিছিলে অংশগ্রহণ করেন বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক-সহ একাধিক স্থানীয় তৃণমূল নেতা। এদিন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের আদালতে যাওয়া নিয়েও তীব্র কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল বলছে, উনি আগে বলুন, রাষ্ট্রপতি ভবনে নির্যাতিতা বলে যাঁরা গিয়েছিলেন তাঁরা আসলে কে? কে বা কারা কাদের মদতে রাইসিনা হিলসে গিয়ে নাটক করল?