বিজেপির ওড়িশায় সর্বনাশা জঙ্গলরাজ, কলেজছাত্রীকে অপহরণ করে সরকারি হাসপাতালে গণধর্ষণ

দু’দিন পরে হাসপাতালের বাইরেই তাঁকে ফেলে রেখে যায় ধর্ষকরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে ভুবনেশ্বরের একটি হাসপাতালে।

Must read

ভুবনেশ্বর: বিজেপি শাসিত ওড়িশায় তলানিতে ঠেকেছে মহিলাদের নিরাপত্তা। ফের গণধর্ষণ কলেজছাত্রীকে। কলেজে যাওয়ার পথে অপহরণ করে খুরদায় সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ওই দলিত ছাত্রীকে। অপহরণের ঘটনাটি ঘটে খুরদা নিউ বাসস্ট্যান্ড এলাকায়। নেপথ্যে নির্যাতিতারই এক বন্ধুর হাত আছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। এই ঘটনার প্রতিবাদে নিন্দার ঝড় উঠেছে ওড়িশায়। সরব বিরোধীরা।

আরও পড়ুন-নাবালিকাকে যৌন নির্যাতন প্রধান শিক্ষকের, স্কুল ক্যাম্পাসেই আত্মহত্যা করল নবম শ্রেণির পড়ুয়া

রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। সমালোচনায় মুখর কংগ্রেসও। মহিলাদের সামাজিক নিরাপত্তা এবং সুরক্ষার ক্ষেত্রে রাজ্যের বিজেপি সরকারের ব্যর্থতার ছবি তুলে ধরে এই ন্যক্কারজনক ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাধারণ মানুষ। মুখে মুখে ঘুরছে একটাই কথা, প্রশাসনের অপদার্থতা কোন পর্যায়ে নামলে কলেজছাত্রীকে এভাবে অপহরণ করে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। সরকারি হাসপাতালের নিরাপত্তাই বা কোথায়? গত ১৮ নভেম্বর ঘটনাটি ঘটলেও প্রকাশ্যে এসেছে সোমবার। কিন্তু অদ্ভুত ব্যাপার, অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করা হয়নি এখনও।

আরও পড়ুন-মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার অসাধ্যসাধন বাঁকুড়া সম্মিলনীর ডাক্তারদের

ঠিক কী হয়েছিল ঘটনাটা? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কলেজ যাওয়ার সময় ছাত্রীটির পথ আটকায় কয়েকজন। তার এক বন্ধু এবং চার শাগরেদ জোর করে টেনে গাড়িতে তোলে তাঁকে। রুমালে কিছু মিশিয়ে চেপে ধরা হয় ছাত্রীর নাক-মুখ। অচেতন হয়ে পড়েন তিনি। তারপর খুরদা জেলা হাসপাতালের একটি ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় তাঁকে। দু’দিন পরে হাসপাতালের বাইরেই তাঁকে ফেলে রেখে যায় ধর্ষকরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে ভুবনেশ্বরের একটি হাসপাতালে।

Latest article