বিজেপির ইভিএম ট্যাম্পার, মুম্বইয়ে হবে আলোচনা, জানালেন মুখ্যমন্ত্রী

একথা একাধিকবার বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের একের পর এক তুঘলকি সিদ্ধান্তে নাজেহাল দেশবাসী।

Must read

প্রতিবেদন : ২০১৯-এর লোকসভা নির্বাচনে ইভিএম ট্যাম্পার (কারচুপি)-এর অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। সম্প্রতি একটি রিসার্চ পেপারেও তা সত্য বলে দাবি করা হয়েছে। আশঙ্কা, আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনেও ইভিএমে কারচুপি করবে বিজেপি। ইতিমধ্যেই এই সংক্রান্ত তথ্য হাতে এসেছে। আরও তথ্য জোগাড় করা হচ্ছে। বিস্ফোরক এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-শুরু হল ডুরান্ড কাপ, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৯-এ যে অভিযোগ ওদের বিরুদ্ধে উঠেছিল, তা আমি আগেই বলেছিলাম। তারপর অনেকেই এই অভিযোগ করেছেন। এখন দেখা যাচ্ছে রিসার্চেও সেই কথা উঠে আসছে। মুখ্যমন্ত্রী বলেন, অগাস্টের শেষে মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক হবে। সেখানে এ বিষয়ে আমরা বিশেষভাবে আলোচনা করব। ২০১৯-এ বিজেপি জেতার পর থেকে ইভিএমে কারচুপির প্রশ্নটা উঠছিলই। এবার ২০২৪-এ লোকসভা নির্বাচনের আগে আরও জোরালোভাবে তা সামনে আসছে।

আরও পড়ুন-কলকাতার মাটিতে আইটি দুনিয়ায় বিনিয়োগ এশিয়ার অন্যতম বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানির

প্রসঙ্গত, গোটা দেশে বিজেপির জয়রথ থামিয়ে দিতে পেরেছে একমাত্র তৃণমূল কংগ্রেসই। ২০২১-এর বিধানসভা নির্বাচনে সব শক্তি প্রয়োগ করেও বাংলায় তৃণমূলের কাছে গোহারা হেরেছে তারা। তারপর থেকে বাংলার একের পর এক নির্বাচনে পর্যুদস্ত হচ্ছে বিজেপি। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনেও শোচনীয় ফল হয়েছে তাদের। ফলে ২০১৯-এর ইভিএম ট্যাম্পারিংয়ের প্রসঙ্গ বারবার ফিরে আসছে। তবে এখন যা পরিস্থিতি তাতে যাই ঘটুক না কেন কেন্দ্রে বিজেপি সরকার আর ফিরছে না।

আরও পড়ুন-নবান্ন থেকে দ্বারকা নদীর উপর নবনির্মিত সেতু উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

একথা একাধিকবার বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের একের পর এক তুঘলকি সিদ্ধান্তে নাজেহাল দেশবাসী। এর সঙ্গে রয়েছে ধর্মকে সামনে বিভাজনের রাজনীতি। তার সঙ্গে জুড়তে হবে প্রধানমন্ত্রীর অহং, আত্মপ্রচার ও গিমিকের রাজনীতিকেও। দেশের যখন শোচনীয় অবস্থা, তখন তিনি বিদেশে ইমেজ বিল্ডিংয়ে ব্যস্ত। এসব দেখে তিতিবিরক্ত দেশবাসী। এবার পরিবর্তন চায়। তাই বিজেপি বিদায় একপ্রকার নিশ্চিত।

Latest article