বিজেপিরই বিক্ষোভের মুখে ফ্যাক্ট ফাইন্ডিং টিম

Must read

প্রতিবেদন : বাংলায় টানা হারের দুঃখে মুষড়ে পড়েছে বঙ্গ বিজেপি। নিজেদের মুখ বাঁচাতে এবার ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে দিয়ে নাটক করানোর চেষ্টাও ব্যর্থ হল। বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপিরই নেতা-কর্মীরা। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার আমতলা। সারা বছর তাঁদের দেখা পাওয়া যায় না। কোনও দিন সেখানে কেউ আসেননি। ত্রিপুরায় সন্ত্রাসের নায়ক বিপ্লব দেব-সহ কেন্দ্রীয় টিমের সদস্যদের ঘিরে সোমবার আমতলায় ব্যাপক বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা-কর্মীরা। প্রশ্ন তুললেন, কেন এসেছেন এখানে? কী দেখতে এসেছেন? বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল মঙ্গলবার যখন আমতলার আলতাবেড়িয়া এলাকায় আসে সেই সময় তাঁদের কনভয় আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপির নেতা-কর্মীরা। তাঁরা কেন্দ্রীয় প্রতিনিধির দলের গাড়ির সামনে বিক্ষোভ দেখান। আচমকা দলের নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েন কেন্দ্রীয় দলের সদস্যরা। যে কুট রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাঁদের বাংলায় পাঠানো হয়েছে তৃণমূলকে বদনাম করতে, উল্টে তা এভাবে বুমেরাং হবে বিজেপির এই বহিরাগত দলটির সদস্যরা তা আন্দাজও করতে পারেননি। বিজেপি নেতা-কর্মীদের টানা প্রশ্নের মুখে পড়ে কার্যত দিশাহারা এই দলের সদস্যরা যেন পালাতে পারলে বাঁচেন। রাজনৈতিক ট্যুরিজম করতে এসে তাঁদের যে এই বিপাকে পড়তে হবে কে জানত, তাও আবার নিজেদের দলের নেতা-কর্মীদের হাতেই। বিজেপি কর্মীদের কোনও প্রশ্নের উত্তরই তাঁরা দিতে পারেননি। এই ঘটনায় বিপাকে বঙ্গ বিজেপির কুশীলবরাও। আমতলার ঘটনার খবর পৌঁছেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও। তাঁদের কী জবাব দেবেন তা ভেবেই এখন আতঙ্কিত বঙ্গ বিজেপির ম্যানেজাররা।

আরও পড়ুন-শঙ্করের দেহ এল বাড়িতে, শুরু তদন্ত, রয়েছে বহু প্রশ্ন

Latest article