প্রতিবেদন : যে নেতা নিজের রাজ্য ত্রিপুরায় ডাহা ফেল করেছে, মুখ্যমন্ত্রী হিসেবে অপদার্থতার এমন পরিচয় দিয়েছে যে, বিজেপিই তাকে মাঝপথে সরিয়ে দিতে বাধ্য হয়েছে। এহেন বিপ্লব দেবকে ২০২৬-এর বাংলার বিধানসভার নির্বাচনের জন্য কো-ইনচার্জ করেছে বিজেপি। কারণ, তাদের মনে হয়েছে ত্রিপুরায় ফেল-করা বিপ্লব বাংলায় বিরাট বিপ্লব ঘটাবে। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিজেপির সাংগঠনিক কঙ্কালসার চেহারাটা। এ-বিষয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-সমালোচনা সহ্য করেও কাজ করে পুলিশ: আলিপুর বডিগার্ড লাইনে পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ত্রিপুরার মতো ছোট রাজ্যে যাকে মুখ্যমন্ত্রী হিসেবে উপযুক্ত মনে না করে মাঝপথে সরিয়ে দেয় বিজেপি, তাকে দিয়েছে বাংলায় বিধানসভা নির্বাচনের সাংগঠনিক কাজের দায়িত্ব সামলাতে! মনে রাখতে হবে, ত্রিপুরায় বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন কী পরিমাণন সন্ত্রাস হয়েছে সেখানে। তৃণমূলেরকর্মীদেরও ব্যাপক মারধর করা হয়েছে। প্রতিবাদ করতে গেলে মামলা দিয়ে দেওয়া, বাড়ি ভাঙচুর করা আরও নানা অত্যাচার করা হয়েছে। ফ্যাসিস্ট চেহারা দেখিয়েছে বিপ্লব দেবের সরকার। সেখানে ওদের দলের মধ্যেই চরম গোষ্ঠীদ্বন্দ্ব। একটা অংশ তো বিপ্লব দেবকে মানলই না! অন্য রাজ্য থেকে যাকে সরানো হয়েছে, তাকে দায়িত্ব দিয়েছে বিজেপি। এই তো ওদের সাংগঠনিক চেহারা! বাংলার মানুষ বিজেপিকে বান্ডিল করে এক্সপোর্ট করে দেবে।