মুখোশ খসে পড়ল, প্রমাণিত বিজেপির মেকি মতুয়া-প্রেম

Must read

প্রতিবেদন : বিজেপির মতুয়া-প্রেম (Matua) যে কতটা ঠুনকো, তা একদম অক্ষরে অক্ষরে প্রমাণ হয়ে গেল বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে! মোদি সরকারের মন্ত্রিসভায় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু দিনের শেষে মতুয়া (Matua) সম্প্রদায়েরই একজন। আর একজন মতুয়া প্রতিনিধি হয়ে এসআইআরে মতুয়াদের নাম বাদ নিয়ে শান্তনু নির্লজ্জের মতো যে মন্তব্য করেছেন, তা নিয়ে ছি ছি রব উঠেছে মতুয়ামহলের অন্দরেই। বিজেপি-কমিশনের এসআইআর চক্রান্তে ভোটার তালিকা থেকে ১ লক্ষ মতুয়ার নাম বাদ যাওয়াকেও নিতান্তই ‘সামান্য বিষয়’ বলে দাবি করছেন শান্তনু। সম্প্রতি বিজেপির এক পথসভায় শান্তনু বলেছেন, ৫০ লক্ষ রোহিঙ্গা-বাংলাদেশি অনুপ্রবেশকারী বাদ দেওয়ার জন্য যদি এক লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ যায়, তাও মেনে নিতে হবে। এটুকু সহ্য করতে হবে!

আরও পড়ুন- সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনে ১৩ দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

বিজেপি যে আসলে রাজনৈতিক স্বার্থ আর ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছুই বোঝে না, শান্তনুর এই মন্তব্যে বিজেপির সেই জনবিরোধী মুখোশ খুলে গিয়েছে। এসআইআর-এর আড়ালে সিএএ-চালু করে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার নামে তাঁদের ঘরছাড়া করার এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের সাফ বক্তব্য, নিজেদের আখের গোছাতে শান্তনু ঠাকুর আজ নিজের সম্প্রদায়ের মানুষকেই বলি দিচ্ছে। আর ভোটার তালিকা থেকে ১ লক্ষ মতুয়ার নাম বাদ যাওয়াকে ‘সামান্য বিষয়’ বলে দাবি করছেন। বিজেপির মতুয়া-প্রেম যে কত বড় মিথ্যা, তা আজ প্রমাণিত! সিএএ-র আড়ালে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার নামে তাঁদের ঘরছাড়া করার এই ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না।

Latest article