প্রতিবেদন : সোমবার দুপুরে বিজেপির (Shame on BJP) ফ্যাক্ট ফাইন্ডিং টিম কসবা কলেজে। লোক দেখানো টিম। আসল উদ্দেশ্য বাংলার বিরুদ্ধে কুৎসা। তাঁরা যখন কলেজের ভিতর তখন অতি উৎসাহ নিয়ে বিজেপির কয়েকজন সদস্য-সমর্থক কলেজের গেটে পৌঁছে যায়। তাদের পৌঁছে যেতে দেখেই প্রতিবাদী তকমা গায়ে এঁটে কয়েকজন সেখানে হাজির। তাদের কয়েকজনকে আরজি করের ঘটনার সময় দেখা গিয়েছিল। কলেজের গেটে মুখোমুখি দুই শিবির। কে কত চেঁচিয়ে বাজার মাত করতে পারে তার প্রতিযোগিতা চলছিল। ক্যামেরা দেখলেই আওয়াজ বাড়ছিল। একজন আর একজনকে দালাল বলতে থাকে। শুরু হয় বাগবিতণ্ডা, গালাগালি, মারামারি, খামচে দেওয়া এমনকী জামা ছিঁড়ে দেওয়ার ঘটনাও ঘটে। ক্যামেরার সামনেই বিজেপির (Shame on BJP) মহিলা কর্মী ঘুসি মারছে আর এক মহিলাকে। ধাক্কা মেরে ফেলে দেওয়া হল। উত্তপ্ত গোটা এলাকা। কসবা-কাণ্ড থেকে ডিভিডেন্ড তুলতে এসে বিজেপি পরিষ্কার করে দিল আসলে কসবার ঘটনা তাদের কাছে কোনও ইস্যু নয়। মূল উদ্দেশ্য হল যদি মিডিয়ায় ফুটেজ পাওয়া যায়। প্রতিবাদ জানাতে এসে মহিলা রাজনৈতিক কর্মী আর একজন মহিলাকে আক্রমণ করছেন, মারছেন কিংবা জামা ছিঁড়ে দিচ্ছেন— এমন ঘটনা সাম্প্রতিক বিরল। বিজেপি নতুন সংস্কৃতি নিয়ে এল।