সংবাদদাতা, কোচবিহার : পঞ্চায়েত ভোটের সময়ে অশান্তি করেছিল। ভোটের দিনও গোলমাল পাকায়, ছাপ্পা মারে। তার জেরেই বোর্ড গঠন করল বিজেপি। আর তারপরই তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালাল বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা কোচবিহারের তুফানগঞ্জে৷ তালা ভেঙে তৃণমূল পার্টি অফিসে ঢুকে চেয়ার-টেবিল, টিভি ভাঙচুর করে। ছিঁড়ে ফেলে পতাকা ফেস্টুন। তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের বারকোদালি-২ পঞ্চায়েতের মানসাই সাহেব চণ্ডীরপাঠ এলাকার ঘটনা।
আরও পড়ুন-ডেঙ্গি ছ’মাসের শিশুকে বাঁচাল সরকারি হাসপাতাল
এদিন ওই গ্রামপঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বোর্ড গঠন করে বিজেপি। অভিযোগ, তারপরেই তারা হিংসাত্মক হয়ে ওঠে। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আবেদুল হক জানান, বিজেপি পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে এলাকায় অশান্তি করছিল। নির্বাচনের দিনও কারচুপি হয় বিভিন্ন বুথে। এরপর বোর্ড গঠন করে তৃণমূলের পার্টি অফিসে ঢুকে চলে তাণ্ডব। পুলিশকে তাঁরা অভিযোগ জানিয়েছেন যাতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। তৃণমূলের বোর্ড গঠনে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ গেলে, তাঁর কনভয়ের সামনে বোমাবাজিও করে। তিনি খুব জোর রক্ষা পান। ধোঁয়ায় ঢেকে যায় রাস্তা। দিনহাটার সাহেবগঞ্জ থানার শালমারা এলাকায়।