তৃণমূলের পুজোর শুভেচ্ছার ফেস্টুন ছিঁড়ে বিজেপির অসভ্যতা ত্রিপুরায়

সারারাত ধরে চলল গেরুয়া বাহিনীর তাণ্ডব। ছিঁড়ে দিল তৃণমূলের (TMC) পুজোর শুভেচ্ছার ফেস্টুন, এমনকি দলীয় পতাকাও।

Must read

আগরতলা: বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মুখে ত্রিপুরায় নির্লজ্জ তাণ্ডব চালাল বিজেপি। সারারাত ধরে চলল গেরুয়া বাহিনীর তাণ্ডব। ছিঁড়ে দিল তৃণমূলের (TMC) পুজোর শুভেচ্ছার ফেস্টুন, এমনকি দলীয় পতাকাও। ঘটনাটি ঘটেছে বনমালিপুর ব্লকে। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুগ্ম সম্পাদক পিঙ্কি দেবনাথ এক সাংবাদিক সম্মেলনে জানান, দুর্গাপুজো উপলক্ষে তৃণমূল যুব কংগ্রসের সভাপতি শান্তনু সাহা শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মানুষকে। সেই শুভেচ্ছারই ফেস্টুন টাঙানো হয়েছিল ব্লকের বিভিন্ন জায়গায়। ধলেশ্বর-সহ নানা জায়গায় ছিল শান্তনু সাহার শুভেচ্ছাবার্তা।

আরও পড়ুন-দিল্লির চিত্তরঞ্জন পার্কে এবার বিশেষ আকর্ষণ রাজস্থানের সোনার কেল্লা

কিন্তু সেটা সহ্য হয়নি বিজেপির। তৃণমূলের জনসংযোগ অভিযানে গাত্রদাহ হয় গেরুয়া নেতাদের। ঝাল মেটাতে বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতীরা বৃহস্পতিবার রাতভর তাণ্ডব চালিয়ে ছিঁড়ে দেয় তৃণমূলের ফেস্টুন। চালায় ভাঙচুরও। টাঙিয়ে দেয় বিজেপির ফেস্টুন, প্ল্যাকার্ড। প্রশাসন সব জেনেও নির্বিকার। তৃণমূলের অভিযোগ পেয়েও কোনও ব্যবস্থাই নেয়নি পুলিশ। বিজেপির এই নির্লজ্জ তাণ্ডবের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে ত্রিপুরা জুড়ে।

Latest article