বিজেপির আইটি সেলের মিথ্যাচারে গণ-পদত্যাগ

Must read

প্রতিবেদন : মিথ্যাচারের প্রতিবাদে গণ-পদত্যাগ। বিজেপির আইটি সেলের (BJP IT Cell) ভুয়ো খবর ছড়ানোর প্রতিবাদে এবার পদত্যাগের হিড়িক দলের অন্দরেই। বেনজির এই ঘটনায় অস্বস্তিতে দলীয় নেতৃত্ব। বিজেপির তামিলনাড়ু ইউনিটে আইটি শাখার ১৩ জন কর্মকর্তা বুধবার হঠাৎই পদত্যাগ করেছেন। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের এক বিজেপি নেতার মিথ্যাচারের প্রতিবাদেই এই গণ-দলত্যাগের ঘটনা। বিজেপির আইটি সেল বরাবরই এ ধরনের মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়িয়ে থাকে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস একাধিকবার অভিযোগ করেছিল, অমিত মালব্যর নেতৃত্বাধীন বিজেপির আইটি সেল নিয়মিত ভুয়ো খবর ছড়িয়ে চলেছে। কার্যত মিথ্যা খবর ছড়ানোর কারখানা বিজেপির আইটি সেল (BJP IT Cell)। যদিও বিজেপি এতদিন এটা বিরোধীদের অভিযোগ বলে উড়িয়ে দিচ্ছিল। কিন্তু এবার তাদের দলের মধ্যেই এক ডজনেরও বেশি নেতা মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ ফাঁস করে পদত্যাগ করলেন।

আরও পড়ুন: কংগ্রেস ছেড়ে স্ট্যালিনের যোগ বিরোধী শিবিরে

বিজেপি আইটি শাখার চেন্নাই পশ্চিমের জেলা সভাপতি আনবরাসন এক বিবৃতিতে বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে কাজ করছেন। সকলেই জানে তিনি কখনও কোনও পদের প্রত্যাশী নন। গত কয়েকদিনের অস্বাভাবিক পরিস্থিতির কারণেই তিনি দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। ওই বিবৃতিতে তথ্যপ্রযুক্তি শাখার ১০ জন জেলা সচিব এবং ২ জেলা উপসচিবও স্বাক্ষর করেছেন।

উল্লেখ্য, গত সপ্তাহে উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, বিহার ও ঝাড়খণ্ডের পরিযায়ী শ্রমিকদের তামিলনাড়ুতে তীব্র আক্রমণের শিকার হতে হচ্ছে। হিন্দি বলার জন্য তাঁদের হিংসাত্মক হামলার সম্মুখীন হতে হচ্ছে। এই পোস্ট ছড়িয়ে পড়তেই বিজেপি বিহারে প্রতিবাদ আন্দোলন শুরু করে। পরে জানা যায়, ওই বিজেপি নেতার পোস্টটি সম্পূর্ণ মিথ্যা। এই মিথ্যাচারের প্রতিবাদেই তামিলনাড়ু বিজেপির আইটি শাখায় গণ-পদত্যাগ। আকস্মিক এই ঘটনায় দলে আলোড়ন সৃষ্টি হয়েছে।

Latest article