মুর্শিদাবাদের বিস্ফোরক ভিডিও, ফের বেআব্রু বিজেপি

Must read

প্রতিবেদন : বেআব্রু হল বিজেপির মিথ্যাচার। যতদিন যাচ্ছে সামশেরগঞ্জে বিজেপির চক্রান্ত স্পষ্ট হচ্ছে, প্রকাশ্যে আসছে। বিজেপির মিথ্যার হাঁড়িটা ভেঙে দিলেন সামশেরগঞ্জের বাসিন্দা সুরঞ্জন ঘোষ। তাঁর পরিবার-সহ অনেককে বাধ্য করেছিল বৈষ্ণবনগরে চলে যেতে। যাতে বিজেপি দেখাতে পারে সামশেরগঞ্জে অশান্তির কারণে মানুষ ঘরছাড়া হয়েছে। শুধু তাই নয়, ঘরছাড়া দেখানোর জন্য বৈষ্ণবনগরে পাঠানো পরিবারগুলিকে টাকাও দেওয়া হয়। এখন ঘরে ফেরার পর সেই সুরঞ্জন-সহ অন্যরা বলছেন, সমস্যা আগেও ছিল না, এখনও নেই। বিজেপি ক্ষমতা দখলে মরিয়া হয়ে গিয়ে হিন্দুদের বলি দিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখছে। সুরঞ্জন জানাচ্ছেন, তিনি তাঁর বন্ধু মেহবুব আলম, দু’জন একসঙ্গে এই হিংসা রুখতে কাজ করেছেন। মুসলিম এবং হিন্দু ভাইয়েরা একসঙ্গে গিয়ে হামলা ঠেকানোর চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত এগোতে পারেননি। কারণ আক্রমণকারীদের হাতে বোম আর অস্ত্র দেখে থমকে যেতে হয়েছে। তাঁর স্পষ্ট কথা, মুর্শিদাবাদের মানুষ হিংসা চান না। বিভেদ চান না। যারা চাইছে তারা বিজেপি এবং রাজনীতি করছে। সকলে মিলেই এর বিরুদ্ধে লড়তে হবে।

আরও পড়ুন- ডায়মন্ড হারবার পুলিশ জেলার ভূয়সী প্রশংসায় অভিষেক

Latest article