বঙ্গ

বিজ্ঞাপনে বিজেপির মিথ্যাচার, সুকান্তকে শো-কজ কমিশনের

প্রতিবেদন : বিদেশের উন্নয়নমূলক ছবিকে নিজেদের কৃতিত্ব বলে চালানোর চেষ্টা করেছে বিজেপি! ভোটের মধ্যে ফের মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচারের পথ ধরেছে রাজ্য বিজেপি। সম্প্রতি রাজ্য বিজেপি তাদের এক্স হ্যান্ডেলে মোদি সরকারের উন্নয়নের নাম করে সিঙ্গাপুরের একটি ছবি ব্যবহার করে মিথ্যাচার করেছে। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগও জানিয়েছে তৃণমূল। তৃণমূলের সাফ বক্তব্য, যেহেতু গত ১০ বছরে বিজেপি কোনও উন্নয়ন করেনি, তার জন্যই তাদের এই প্রতারণার আশ্রয় নিতে হচ্ছে। তৃণমূলের অভিযোগে বাধ্য হয়ে বিজেপির ট্রেনি রাজ্য সভাপতিকে শোকজ পাঠিয়েছে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অ্যান্ড কোম্পানির ভুয়ো প্রতিশ্রুতির প্রবল সমালোচনা করে তৃণমূল সাংসদ সাকেত গোখেল এক্স হ্যান্ডেলে লেখেন, রাজ্য বিজেপি মেট্রো রেলের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির একটি ছবি শেয়ার করে দাবি করেছে, দেশে একাধিক মেট্রো লাইন চালু করেছেন মোদি। আসলে সেই ছবিটি এমআরটি-সিঙ্গাপুর মেট্রো লাইনের ছবি। এখন যদি সিঙ্গাপুর ‘বিশ্বগুরু মোদি’র নেতৃত্বাধীন ‘অখণ্ড ভারত’-এর অংশ না হয়, তাহলে এটা বিজেপির আরও একটা মিথ্যা ও অপপ্রচার। যখন ১০ বছরে আপনার কাছে দেখানোর জন্য কোনও কাজ না থাকে, তাহলে মোদি যা করতে পারেন তা হল মিথ্যাচার, হিংসাত্মক মন্তব্য এবং ভুয়ো অপপ্রচার।

আরও পড়ুন-সারি-সারনা সাঁওতাল

প্রসঙ্গত, ১২ মে রাজ্য বিজেপি তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করে, গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০টিরও বেশি শহরে মেট্রো রেল পরিষেবা শুরু করেছেন। তবে সেই পোস্টে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটি আসলে সিঙ্গাপুরের মেট্রো রেলের ছবি। এই নিয়ে মন্ত্রী ডাঃ শশী পাঁজা বলেন, প্রধানমন্ত্রী যখনই কথা বলেন, তখনই মিথ্যাচার করেন। তাঁর প্রত্যেকটি গ্যারান্টিই যে ভুয়ো, তা ইতিমধ্যেই প্রমাণিত। তিনি বছরে ২ কোটি মানুষকে চাকরি দেওয়া নিয়ে মিথ্যাচার করেছেন। আর এখন প্রধানমন্ত্রী বলছেন, ২০টি শহরে মেট্রো রেল পরিষেবা শুরু করেছেন। যদিও এই সংক্রান্ত বিজ্ঞাপনটিতে যে ছবি ব্যবহার করা হয়েছে, তা সিঙ্গাপুর মেট্রোর। অর্থাৎ, এই দাবিটিও ভুয়ো! প্রধানমন্ত্রীর ব্যাখ্যা দেওয়া উচিত, কেন ভারতীয় জনতা পার্টি আজ ভারতীয় জালি পার্টিতে পরিণত হয়েছে!

আরও পড়ুন-অতই যদি ন্যায়পরায়ণ তবে কোন ন্যায়ের বলে আনন্দ বোস এখনও রাজভবনে?

তবে ভোটারদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা বিজেপির এই প্রথম নয়। অতীতেও বিজেপি তৃণমূল সরকারের প্রশাসনিক মডেল চুরি করে বাংলার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে নিজেদের কৃতিত্ব বলে চালানোর অপচেষ্টা করেছে। ২০২১ সালের সেপ্টেম্বরে যোগীরাজ্যের সরকার কলকাতার মা উড়ালপুলের ছবি ব্যবহার করে সংবাদপত্রে পৃষ্ঠা জুড়ে বিজ্ঞাপন দিয়েছিল এবং সেই ছবিকে উত্তরপ্রদেশের উন্নয়নের প্রতীক হিসাবে তুলে ধরেছিল। সেই বছরেরই কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রক দুর্গাপুর বিমানবন্দরের ছবি শেয়ার করে সেগুলি উত্তরাখণ্ড বিমানবন্দরের ছবি বলে চালানোর চেষ্টা করেছিল। এমনকী, ত্রিপুরার বিজেপি সরকারও কলকাতার ছবি ব্যবহার করে পথনিরাপত্তা সংক্রান্ত অনুষ্ঠানের পোস্টার তৈরি করেছিল।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

14 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

23 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

48 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago