বিজেপির মুখোশ খুলে গিয়েছে : জয়প্রকাশ

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের।

Must read

প্রতিবেদন : দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যেই তোপ দেগেছেন। এবার এই নিয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ধুইয়ে দিলেন বিজেপিকে। তিনি এদিন তৃণমূল ভবনে কটাক্ষের সুরে বলেন, বিজেপির মেকি হিন্দুত্বের মুখোশ খুলে গেছে। যেহেতু মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির তৈরি করেছেন তাই যেভাবেই হোক তার বিরোধিতা করতেই হবে। অবাস্তবভাবে কুৎসা করে যাচ্ছে বিজেপি। তাদের কুৎসার জন্য ভক্ত সমাগমে কোনও প্রভাব পড়বে না।

আরও পড়ুন-ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় স্থগিতাদেশ হাই কোর্টের

আসল বিষয়টি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিঘায় যে জগন্নাথধাম তৈরি হয়েছে তার জন্য ধন্যি ধন্যি হচ্ছে বিভিন্ন মহলে। আর এতেই রাতের ঘুম উড়েছে বিজেপির নেতাদের। এর মধ্যে দিলীপ ঘোষের সেখানে উপস্থিতি আরও গাত্রদাহের কারণ হয়ে উঠেছে বিজেপির।

Latest article