প্রতিবেদন: সেই নিজেদের দোষ ঢাকতে বিরোধীদের দিকে কাদা-ছেটানোর রাজনীতি গেরুয়া শিবিরের। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আপ সুপ্রিমো দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিকে রুখতে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি। অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লিতে তাঁর ক্ষমতাসীন দল আম আদমি পার্টির সবাই দুর্নীতিগ্রস্ত, অভিযোগ বিজেপির। একইসঙ্গে গেরুয়া শিবিরের দাবি, ফেব্রুয়ারিতে নির্ধারিত বিধানসভার ভোটে জেতার জন্য কেজরিওয়াল এবং তার দল দিল্লির ভোটারদের জন্য যে সব প্রতিশ্রুতি দিচ্ছে, তার কোনওটাই বাস্তবায়িত হবে না। এর পাল্টা দিয়ে মাঠে নেমে উন্নয়ন মূলক রাজনীতির পক্ষেই সওয়াল করেছেন অরবিন্দ কেজরিওয়াল নিজে।
আরও পড়ুন-জেপিসিতে ঝড় তুলবে তৃণমূল-সহ বিরোধীরা
সোমবার থেকেই দিল্লিতে শুরু হয়েছে অরবিন্দ কেজরিওয়াল নির্দেশিত আপ সরকার পরিচালিত দুটি উন্নয়নমুখী প্রকল্প, মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা এবং সঞ্জীবনী যোজনা। এর মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অনুকরণ করে তৈরি দিল্লি সরকারের মহিলা সম্মান যোজনাতে দিল্লিবাসী মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে অনুদান দেবে দিল্লি সরকার। অরবিন্দ কেজরিওয়ালের দাবি, আগামী বছরের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে তারা ফের ক্ষমতায় বসলে এই ১০০০ টাকার মাসিক অনুদান বাড়িয়ে ২১০০ টাকা করে দেবে। সঞ্জীবনী যোজনায় ৬০ বছরের উর্ধ্বে সব দিল্লিবাসীকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেবে দিল্লি সরকার। বিজেপির অপচেষ্টার খবর পেয়ে কেজরিওয়াল নিজে দিল্লির কোণায় কোণায় গিয়ে বলছেন, সব ভোটাররা যেন ভোটার তালিকায় তাঁদের নিজেদের নাম দেখে নেন। বিজেপি এই ভোটার তালিকায় জালিয়াতি করতে
পারে, অভিযোগ করে দিল্লিবাসী ভোটারদের আগাম সতর্ক করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।