মূর্তির ঘাড়ে চেপে বিজেপির মুম্বইয়ে ভাঙা হল জৈন মন্দির

হাইকোর্টে আবেদন জানানোর অনুমতি দিয়েছিল নিম্ন আদালত। সময়ও দিয়েছিল। তার আগেই মুম্বইয়ের নগর প্রশাসন ভেঙে দেয় জৈন মন্দির।

Must read

প্রতিবেদন : হাইকোর্টে আবেদন জানানোর অনুমতি দিয়েছিল নিম্ন আদালত। সময়ও দিয়েছিল। তার আগেই মুম্বইয়ের নগর প্রশাসন ভেঙে দেয় জৈন মন্দির। যার প্রতিবাদে শনিবার মৌন মিছিল করলেন জৈন সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ। মুম্বইয়ের ভিলে পার্লেতে নেমিনাথ সমবায় আবাসন এলাকার মধ্যেই ছিল এই মন্দির। ৯০ বছরের পুরনো।

আরও পড়ুন-বিজেপি-আরএসএসের ঘৃণ্য রাজনৈতিক প্ররোচনায় পা দেবেন না, সতর্ক থাকুন, ভরসা রাখুন, রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রীর বার্তা

এই ঐতিহাসিক-প্রাচীন মন্দির ভেঙে দেওয়ার প্রতিবাদে জৈনদের মৌন মিছিল চলল বৃহণ্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান দফতরের দিকে। মন্দিরের পরিচালন সমিতির বক্তব্য, কর্পোরেশনের দাবি বিনোদনের জন্য মাঠের জমিতে এই মন্দির গড়া হয়েছে। আমরা নিম্ন আদালতে আবেদন জানাই। নিম্ন আদালত আবেদন খারিজ করলেও হাই কোর্টে আবেদন জানানোর মৌখিক অনুমতি দেয়। তার জন্য সময়ও দেয়। সময়সীমা ফুরানোর আগেই ভেঙে দেওয়া হয় মন্দির। মন্দিরের ট্রাস্টি বোর্ডের এক সদস্য অনিল শাহ বলেন, মূর্তির ওপর উঠে পড়ে কর্পোরেশনের লোকজন ভাঙচুর করে। পুঁথিপত্র বাইরে ছুঁড়ে ফেলেছে। এ কেবল প্রশাসনিক তৎপরতা নয়। এর পিছনে রয়েছে ধর্মীয় পবিত্রতা নষ্ট করার অভিসন্ধি।

Latest article