বিজেপির নতুন নাম এখন গেরুয়া কমরেড

Must read

প্রতিবেদন : বঙ্গ রাজনীতিতে বিজেপির নয়া নামকরণ করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে বিজেপি হল ‘গেরুয়া কমরেড’ (Gerua Comrade)। অর্থাৎ যাদের উপরে হলুদে, ভিতরে লাল। বার্তা স্পষ্ট, বাংলায় বামেদের সঙ্গে বা বলা ভাল সিপিএমের সঙ্গে আঁতাত করে চলছে বিজেপি। দু’দিন আগে সিপিএম জানিয়েছে, মোদিকে তারা ফ্যাসিস্ট বলে মনে করে না। এই তাজ্জব ঘটনার পর বঙ্গ রাজনীতিতে বিজেপি-সিপিএম আঁতাত যে কতটা গভীর তা আরও স্পষ্ট হয়েছে। ২০২৬-এর নির্বাচনের আগে তৃণমূলকে হারাতে এরা আরও জোটবদ্ধ হবে। সঙ্গে নেবে কংগ্রেসকেও। তাই নেত্রী বৃহস্পতিবার বিজেপির নয়া নামকরণ করে রাখলেন।

আরও পড়ুন- কেরলে সাংগঠনিক শক্তি বাড়ল তৃণমূলের

Latest article