তৃণমূলে বিজেপির পঞ্চায়েত সদস্যা

রবিবার তৃণমূলের দলীয় সভায় এসে যোগদান করলেন। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মেমারি ১ নং ব্লক তৃনমূল সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, মেমারি : কয়েকদিন আগেই তৃণমূলের ব্লক সভাপতিকে যোগদানের ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছিলেন মেমারি ১ নং ব্লকের নিমো ২ পঞ্চায়েতের ২ নং সংসদের ১৮২ নম্বরের বুথের সদস্যা বুল্টি জানা মণ্ডল। আর রবিবার তৃণমূলের দলীয় সভায় এসে যোগদান করলেন। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মেমারি ১ নং ব্লক তৃনমূল সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-কথা রাখলেন মুখ্যমন্ত্রী, খেলার মাঠের উন্নয়নে বরাদ্দ ১০ লক্ষ

বুল্টির দাবি, বর্তমানে বাংলা ও বাঙালিদের প্রতি বিজেপি যে অত্যাচার করছে, বাংলাকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে, তার প্রতিবাদে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার প্রতি ভালবাসা ও তাঁর লড়াকু মানসিকতাকে সম্মান জানিয়েই তৃণমূলে যোগদান করলাম। নিত্যানন্দ জানান, একদিকে বিজেপির বাংলা ও বাঙালিদের প্রতি অত্যাচার ও অন্যদিকে মুখ্যমন্ত্রী তথা জননেত্রীর বাংলার অধিকার রক্ষার লড়াইকে সামনে রেখে ইতিমধ্যেই বেশ কয়েকজন বিজেপি নেতা তৃণমূলে যোগদান করেছেন। নতুন করে বিজেপির পঞ্চায়েত সদস্যাও যোগদান করলেন।

Latest article