প্রতিবেদন: নামবদলের নেশায় পেয়ে বসেছে বিজেপিকে। কোথাও হাজারো আপত্তি অগ্রাহ্য করে নির্লজ্জভাবে জায়গার নাম বদলে দিচ্ছে একতরফাভাবে। কোথাও বা তীব্র প্রতিরোধ থমকে দাঁড়াতে বাধ্য করছে তাদের। এবারে ঐতিহ্যশালী জনপ্রিয় পর্যটনকেন্দ্র মাউন্ট আবুর নাম বদলে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে রাজস্থানের বিজেপি সরকার। এব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে চলেছে তারা। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মরুরাজ্য জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। ২৩টি সংগঠন মিলিতভাবে পথে নেমেছে গেরুয়া সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে। শুধু নামবদল করেই থেমে থাকছে না বিজেপি। মাউন্ট আবুর কাছাকাছি সমস্ত এলাকায় মদ এবং আমিষ খাবার নিষিদ্ধ করার দিকে এগোচ্ছে রাজস্থান সরকার। পর্যটন ব্যবসায়ী এবং স্থানীয় হোটেল ব্যবসায়ীদের আশঙ্কা, এই নামবদল গুরুতর মন্দার কারণ হতে পারে পর্যটন ব্যবসার।
আরও পড়ুন-মাথা কেটে খুন মহিলাকে
হঠাৎ নামবদল কেন? গেরুয়া শিবির থেকে তার কোনও স্পষ্ট কারণ দেখানো না হলেও জানা গিয়েছে, পরিকল্পনাটা নেওয়া হয়েছে বেশ কয়েকমাস আগে। গত বছরের অক্টোবরেই এই নিয়ে আলোচনা শুরু হয় প্রশাসনিক স্তরে। মাউন্ট আবু পুরনিগমকে প্রশাসনের পক্ষ থেকে একটি চিঠিও পাঠানো হয়। জানানো হয়, প্রস্তাবিত নতুন নাম, ‘আবু রাজ তীর্থ’। বিষয়টি জানাজানি হওয়ামাত্রই ঝড় ওঠে বিতর্কের। ইতিমধ্যে রাজস্থান বিধানসভায় এক বিধায়কও মাউন্ট আবুর নাম পরিবর্তনের প্রস্তাব দেন। তীব্র প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, স্থানীয় বিধায়ক এবং এক মন্ত্রী কলকাঠি নাড়ছেন নাম বদলের নেপথ্যে। চলতি মাসেই রাজ্যের গেরুয়া মুখ্যমন্ত্রী মাউন্ট আবু পরিদর্শন করে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন বলে জানানো হয়েছে সরকারি সূত্রে। কিন্তু সাধারণ মানুষের আশঙ্কা, এই নাম পরিবর্তন মন থেকে মেনে নিতে পারবেন না পর্যটকরা। আকর্ষণ কমবে এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রের।