ভেস্তে গেল বিজেপির সংসদ অচল করার চক্রান্ত, এসআইআর আলোচনার দাবি আদায় করেই ছাড়ল তৃণমূল

সংসদকে সুকৌশলে অচল করে দিয়ে বিরোধীদের ঘাড়ে দোষ চাপানোর যে চক্রান্ত বিজেপি করেছিল, তা কিন্তু সফল হতে দিল না তৃণমূল।

Must read

নয়াদিল্লি: সংসদকে সুকৌশলে অচল করে দিয়ে বিরোধীদের ঘাড়ে দোষ চাপানোর যে চক্রান্ত বিজেপি করেছিল, তা কিন্তু সফল হতে দিল না তৃণমূল। লোকসভা এবং রাজ্যসভাকে সচল রেখেই কীভাবে এসআইআর নিয়ে আলোচনার দাবি আদায় করে নিতে হয় তা দেখিয়ে দিল তৃণমূল। বুঝিয়ে দিল সংসদকে সচল রাখার জন্য বিরোধী দল হিসেবে যথাযথ দায়িত্ব এবং কর্তব্য কীভাবে পালন করা যায়। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার দু’দিন আগেই রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন সতর্ক করেছিলেন, বিজেপি কিন্তু সংসদকে অচল করতে চায়। অন্যদিকে তৃণমূল চায় সংসদের কাজকর্ম মসৃণভাবে হোক। তৃণমূলের দেখানো পথে বিরোধীদের সম্মিলিত চাপে পড়ে শেষপর্যন্ত সামনের মঙ্গলবার লোকসভায় নিবিড় সংশোধন নিয়ে আলোচনায় মোদি সরকার রাজি হওয়ায় এটাই প্রমাণিত হল বিজেপির অপকৌশল পরাজিত হল তৃণমূলের দায়িত্ববোধের কাছে। নির্বাচন কমিশনকে সামনে রেখে ভোটচুরি নিয়ে নিজেদের অপকর্ম চাপা দেওয়ার ছক মাঠেমারা গেল বিজেপির। মঙ্গলবার এসআইআর নিয়ে আলোচনার দাবিতে পয়েন্ট অফ অর্ডার তুলেছিলেন ডেরেক।

আরও পড়ুন-৩ দিনে মৃত্যু ২ শিক্ষক সহ ৩ জনের

পরে এক্স হ্যান্ডেলে তিনি বলেন, দায়িত্বশীল বিরোধী দলগুলি সংসদকে সচল রাখার জন্য যা যা দরকার সব কিছু করেছে৷ আমরা এমন একটি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছি, যারা সংসদকে প্রতিনিয়ত উপহাস করে৷ সারের কারণে মানুষ মারা যাচ্ছে৷ এই ইস্যুতে আলোচনা করা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ৷ সংসদীয় গণতন্ত্রের সুরক্ষার নিরিখে সার সংক্রান্ত আলোচনায় সময় নির্ধারণের ক্ষেত্রে আমরা সরকারের প্রস্তাব গ্রহণ করেছি৷ কৌশলগত পরিবর্তন করেছি আমরা৷ আমরা সব বিতর্কেই সরকারকে কোণঠাসা করব৷
এই প্রসঙ্গেই সরকারকে তোপ দেগে বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি এবং নির্বাচন কমিশন সাধারণ মানুষের মনে শুধু আতঙ্ক তৈরি করেছে৷ কিন্তু মানুষের পাশে আছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গোটা তৃণমূল কংগ্রেস৷ এদিকে মণিপুর গুডস অ্যান্ড
সার্ভিসেস ট্যাক্স সংক্রান্ত দ্বিতীয় সংশোধনী বিল এদিন রাজ্যসভা থেকে লোকসভায় ফেরত পাঠানো হয়েছে।

Latest article