প্রতিবেদন : বাম-বিজেপির মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে সমস্বরে আওয়াজ তোলার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্য। এক ফেসবুক পোস্টে দলের নিচুতলার নেতা ও কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের কঠিন সময়ে সকলকে জোটবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। বিরোধীদের মিথ্যাচারের রাজনীতিকে ধুলোয় মিশিয়ে দিতে হবে। সমস্বরে গর্জে উঠলেই লেজ গুটিয়ে পালাবে বিরোধীরা। যুদ্ধের সময় চুপ থাকলে হবে না। স্থানীয় এলাকায় ছোট ছোট আন্দোলন গড়ে তুলুন, এলাকায় মিছিল বার করুন।
আরও পড়ুন-পড়ুয়াদের মধ্যে কুকুর নিয়ে সচেতনতা
তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের কাছে অনুরোধ, নেত্রীর অসম্মানের বিরুদ্ধে সমস্বরে আওয়াজ তুলুন। নেত্রী এবং দলের অনুমোদনেই আপনি, আমি এই জায়গায়। কেউ নির্বাচিত সদস্য, কেউ বা পদের অধিকারী। এই নেত্রীর জন্যেই আজ আমাকে, আপনাকে লোক চিনেছে, জিতিয়েছে। তাই আমাদের যুদ্ধের সময় মৌনব্রত অবলম্বন করলে চলবে না। নিজেরাই একটা মিছিল কিংবা একটা পথসভা করুন। ফেসবুক, টুইটারে ইস্যুভিত্তিক পোস্ট করুন নিয়মিত। যুদ্ধের সময় নীরব থাকা কিংবা গা বাঁচিয়ে চললে হবে না। বাম-বিজেপির মতো অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তিনি বলেন, ধন্যবাদ আমাদের আইটি সেলের প্রত্যেক সদস্য-সহ সোশ্যাল মিডিয়ার কর্মীদের। যারা এই যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। আপনাদের কাছে অনুরোধ, ঢাল, তরোয়াল না ধরুন, এবার থেকে অন্তত নিয়মিত মুখ খোলা প্র্যাকটিস করুন। রাস্তায়, মাঠে, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় যেখানেই হোক। তাহলেই দেখবেন বিরোধীদের মিথ্যাচারের রাজনীতি নিঃশেষ হয়ে গিয়েছে।