সংবাদদাতা, মালদহ : উন্নয়নের ভাবনা নেই বিজেপির। নিজেদের ব্যর্থতা ঢাকতে তাই বিক্ষোভের রাজনীতি করছে বিজেপি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিদির দূতেরা বিভিন্ন এলাকায় পৌঁছতেই বিক্ষোভ দেখিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে বিজেপি কর্মীরা। এবার এভাবেই বিজেপির ঘৃণ্য রাজনীতিকে চড়া সুরে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের মালদহ জেলাসভাপতি আবদূর রহিম বক্সি।
আরও পড়ুন-রাতে স্টিকার ছিঁড়ল বিজেপি
পাশাপাশি তিনি উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মুর নাম করে তীব্র আক্রমণ শানিয়ে দিলেন। গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রের কাছে কোনও দরবার করছেন না। কোনও ব্যবস্থাই নেয়নি। তাকে ঘিরে ধরেও আমজনতা বিক্ষোভও দেখিয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দফতরের মন্ত্রীকে ঘিরেও বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেস মানুষের ক্ষোভ-বিক্ষোভকে প্রাধান্য দিয়ে উদ্ভূত পরিস্থিতির সমাধান করছে। অথচ বিজেপি এ-নিয়ে নোংরা রাজনীতি করছে। মালদহ জেলার উন্নয়ন নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই। কিন্তু তারা উন্নয়নের পরিবর্তে ঘৃণ্য রাজনীতির খেলায় মেতে উঠেছেন। জেলা সভাপতি বলেন, মানুষের সমস্যা জানতে দুয়ারে দুয়ারে যাচ্ছেন দিদির দূতেরা।