বিজেপির রাজস্থান, দলিত অত্যাচার সভ্যতার লজ্জা

এরপর শারওয়ান মেঘওয়াল নামে ওই যুবককে গ্রামের মোড়লরা হাত-পা বেঁধে উল্টোদিক করে ঝুলিয়ে দেয়। চলতে থাকে বেদম প্রহার।

Must read

প্রতিবেদন : বিজেপির রাজ্যগুলি ফিরিয়ে আনছে মধ্যযুগীয় বর্বরতা। ধর্মের নামে, জাতের নামে, বর্ণের নামে সরকারি বদান্যতায় প্রকাশ্যে চলছে অত্যাচার, খুন, ধর্ষণ। অথচ প্রশাসন নির্বিকার।
ঘটনা রাজস্থানের বারমেরে। ২৫ বছরের দলিত যুবকের বিরুদ্ধে অভিযোগ, সে নাকি একটি বাইক চুরি করেছে। হাতের কাছে প্রমাণ কিছু ছিল না। কিন্তু যেহেতু দলিত তাই আক্রোশ মেটাতে নেমে পড়ে উঁচু জাতের লোকজন। পুলিশে খবর না দিয়ে বিচার করবে তারা।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর লেখা ও সুরে গান দিয়ে হল পিঠে-পুলি উৎসব

এরপর শারওয়ান মেঘওয়াল নামে ওই যুবককে গ্রামের মোড়লরা হাত-পা বেঁধে উল্টোদিক করে ঝুলিয়ে দেয়। চলতে থাকে বেদম প্রহার। আর্তনাদে সভ্যতা লজ্জা পেতে বাধ্য। কিন্তু এতটুকু লজ্জিত হয়নি বিজেপির ছত্রছায়ায় থাকা ওই পাষণ্ডরা। প্রাণ বাঁচাতে অনুরোধ জানালেও কাজ হয়নি। শুক্রবারের ঘটনা। তারপরে একজনও গ্রেফতার হয়নি। মেঘওয়ালের বিরুদ্ধে আগে একই অভিযোগ থাকলেও কোন সাহসে আইন হাতে তুলে নেয় গ্রামবাসী? বিজেপি রাজ্যগুলির চরিত্র এখন এটাই। অপরাধের অভিযোগ এলে পুলিশের বদলে এনকাউন্টার কিংবা গণধোলাই আইনে পরিণত হয়েছে।

Latest article