চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে এবার আরজি কর হাসপাতালে এক যুবকের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ নিয়ে সরব তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তাৎপর্যপূর্ণ ভাবে, কোন্নগরের শোকার্ত মায়ের হৃদয়বিদারক বক্তব্য প্রকাশ্যে এসেছে। মৃত্যু নিয়ে রাজনীতি বিজেপির স্বভাবসিদ্ধ পদ্ধতি। অতএব এই ক্ষেত্রেও ব্যতিক্রম নয়।
আরও পড়ুন-রাজভবন অভিযানে ধিক্কার কেন্দ্রকে, মণিপুরে পথে নামল স্কুল পড়ুয়ারা
প্রসঙ্গত বিক্রমের মায়ের অভিযোগ ছিল, ‘আরজি করে বহুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দু’ঘণ্টা পরে চিকিৎসা শুরু হয়। আরজি করে শুধুমাত্র ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল ও স্যালাইন দেওয়া হয়েছিল। সেখানে কোনও ডাক্তার এগিয়ে আসেনি। এমার্জেন্সি পেশেন্ট। ক্রিটিকাল অবস্থায় ছিল। তারপরেও কোনও চিকিৎসা দেওয়া হয়নি।’ এরপরেই নিজেদের এক্স হ্যান্ডেলে বিজেপি পোস্ট করে, ‘দরিদ্র মহিলার চোখের দিকে তাকাতে হবে। তিনি যা বলছেন সেটা বলতে টিএমসি গুন্ডাদের তরফে তাঁকে নির্দেশ দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ। তিনি আরজি কর ধর্ষণ ও হত্যার শিকারের পিতামাতাকে রেহাই দেননি এবং এখন তার পৈশাচিক রাজনীতির জন্য বিক্রম ভট্টাচার্যের পিতামাতাকে আঘাত করছেন।”
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর দাবির কাছে মাথানত কেন্দ্রের, কমছে স্বাস্থ্যবিমায় জিএসটি
এই পোস্টের ভিত্তিতে এবার মুখ খুললেন সাকেত গোখেল। বিজেপির এক্স পোস্ট তুলেই এদিন তিনি লেখেন, ”টেলিপ্রম্পটার ছাড়া মোদি একটি শব্দও বলতে পারেন না, তার মানে এই নয় যে সাধারণ মানুষও তাই করে। “নাটক” হিসাবে তার সন্তানকে হারানো মায়ের বেদনাকে উপহাস করতে প্রচুর নির্লজ্জতা এবং নিষ্ঠুরতা লাগে। কিন্তু বিজেপির জন্য এটাই স্বাভাবিক – নারীবিদ্বেষী মানুষে ভর্তি একটি দল রাজনীতির স্বার্থে যেকোন স্তরে নামতে পারে।”
Just because Modi cannot speak a word without a teleprompter doesn’t mean normal people do the same.
It takes an immense amount of shamelessness & cruelty to mock the pain of a mother who lost her child as “drama”.
But that’s normal for BJP – a party filled with misogynists &… https://t.co/IE9lPO2iM2
— Saket Gokhale MP (@SaketGokhale) September 10, 2024